• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

তুরস্কে সেরা চলচ্চিত্রের খেতাব পেলো ‘থ্রি ফেসেস’  

  বিনোদন ডেস্ক

০৮ অক্টোবর ২০১৮, ১৬:৩২
ছবি : থ্রি ফেসেস

তুরস্কে অনুষ্ঠিত আনতালিয়া চলচ্চিত্র উৎসবে সেরা ছবির খেতাব পেলো ইরানি ড্রামা ‘থ্রি ফেসেস’। ছবিটি পরিচালনা করেছেন চলচ্চিত্রকার জাফর পানাহি।

ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহর নিউজ এজেন্সির বরাতে এ খবর জানা যায়। ‘থ্রি ফেসেস’ এ অভিনয় করেছেন বেহনাজ জাফরি ও পানাহি। আনতালিয়া চলচ্চিত্র উৎসবের এবারের ৫৫তম আসর থেকে ছবিটি এই পুরস্কার জিতে।

পানাহির পক্ষে তার মেয়ে অ্যাওয়ার্ড গ্রহণ করেন। গত শুক্রবার রাতে আনতালিয়া পৌরসভা আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। ইরানি ড্রামাটি নয়টি বিদেশি ও দুটি তুর্কি ছবির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা ছবির পুরস্কার ঘরে তোলে।

এর আগে পানাহি ও নাদের সায়ভার যৌথভাবে লেখা স্ক্রিপ্টের ছবি ২০১৮ কান চলচ্চিত্র উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কার লাভ করে।

৫৫তম আনতালিয়া চলচ্চিত্র উৎসব ২৯ সেপ্টেম্বর শুরু হয়। প্রসংশিত ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগার ফারহাদি পরিচালিত ‘এভরিবডি নোজ’ প্রদর্শনের মধ্যদিয়ে উৎসব শুরু হয়।

এতে তুরস্ক, রাশিয়া, চীন, ইরান, লেবানন, ইউক্রেন, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ ২৬টি দেশের মোট ৮৪টি ছবি দেখানো হয়। উৎসবের পর্দা নামে ৫ অক্টোবর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড