• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলে গেলেন ওস্তাদ শাহাদাত হোসেন খান

  নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২০, ১৬:৫৭
সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন
সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন (ছবি: সংগৃহীত)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রখ্যাত সরোদ বাদক ওস্তাদ শাহাদত হোসেন খান। ২৮ নভেম্বর রাত ৮টায় রাজধানীর উত্তরার একটি হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ।

তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। ২৯ নভেম্বর বাদ যোহর নামাজে জানাজা শেষে তাকে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হয়।

১৯৫৮ সালে উপমহাদেশের অন্যতম এক সঙ্গীত পরিবারে জন্ম নেন শাহাদাত হোসেন খান। তার জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়।

তিনি বিশ্বখ্যাত সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খার ছোট ভাই ওস্তাদ আয়েত আলী খার নাতি। তার বাবা ওস্তাদ আবেদ হোসেন খান প্রখ্যাত উচ্চাঙ্গসঙ্গীতশিল্পী ও সেতার বাদক ছিলেন।

আরও পড়ুন : করোনায় আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১৯০৮

সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে একুশে পদকে ভূষিত হন ওস্তাদ শাহাদাত হোসেন খান। তার যমজ মেয়ে আফসানা খান সেতার বাদক ও রুখসানা খান সরোদ বাদক। শাহাদাত হোসেন খান সঙ্গীত সাধনার পাশাপাশি সরকারী চাকুরীজীবি ছিলেন। তার মৃতু্যতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড