• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চলে গেলেন চিত্রপরিচালক মতিউর রহমান পানু

  বিনোদন ডেস্ক

২৫ মার্চ ২০২০, ০৮:৩৯
মতিউর রহমান পানু
মতিউর রহমান পানু (ফাইল ছবি)

চলে গেলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক মতিউর রহমান পানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর উত্তরার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে চলচ্চিত্র নির্মাতা কাবিরুল ইসলাম রানা।

তিনি বলেন, পানু ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। তিনি সুপারহিট বহু সিনেমা আমাদের উপহার দিয়েছেন। আমি তার মাগফেরাত কামনা করি।

উল্লেখ্য, ২০০২ সালে সুপারহিট সিনেমা ‘মনের মাঝে তুমি’ নির্মাণের মাধ্যমে নন্দিত হয়েছিলেন মতিউর রহমান পানু। এছাড়াও তার নির্মিত জনপ্রিয় সিনেমার মধ্যে রয়েছে ‘বেদের মেয়ে জোসনা’, ‘মোল্লা বাড়ির বউ’ ইত্যাদি।

সহকারী পরিচালক হিসেবে ১৯৬৪ সালে কাজ শুরু করেন পানু। ১৯৭৯ সালে ‘হারানো মানিক’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটান তিনি। তারপর নির্মাণ করে যান একের পর এক দর্শিত নন্দিত চলচ্চিত্র।

ওডি/এনএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড