• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফেসবুকে এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব

  নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি ২০২০, ০২:৪৫
এন্ড্রু কিশোর
এন্ড্রু কিশোর (ছবি: সংগৃহীত)

হঠাৎ করেই ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের মৃত্যুর গুজব। অসৎ উদ্দেশ্যে কিছু অসাধু ব্যক্তি এ গুজব ছড়ায় বলে ধারণা করা হচ্ছে।

যাচাই-বাছাই না করেই অনেকে কিংবদন্তি এ কণ্ঠশিল্পীর মৃত্যুর এ ভুয়া খবর ফেসবুকে শেয়ার করেন। ফলে গুজবটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এন্ড্রু কিশোর ভালো আছেন। এন্ড্রু কিশোরের ঘনিষ্ঠজন ও শিষ্য মোমিন বিশ্বাস জানান, তিনি সুস্থ আছেন, ভালো আছেন।

গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধও জানিয়েছেন মোমিন বিশ্বাস। তিনি বলেন, ‘সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এন্ড্রু কিশোর এখনো ভালো আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে। কেউ গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না।’

উল্লেখ্য, ২০১৯ সালে জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চিকিৎসা শুরু হয় তার। এন্ড্রু কিশোরের সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তা করেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড