• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ডিসেম্বরে মুক্তি পাচ্ছে মাসুদ পথিকের ‘মায়া-দ্যা লস্ট মাদার’

  বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর ২০১৯, ১১:০৮
ছবি
ছবি : পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মায়া-দ্যা লস্ট মাদার’

তিন বছরের চড়াই-উতরাইয়ের পর ‘মায়া’ সিনেমার জন্য আসলো সুসংবাদ। সিনেমাটি রিলিজ হতে যাচ্ছে ২০১৯ সালে ডিসেম্বর মাসেই। তারই ধারাবাহিকতায় আগামী (৯ নভেম্বর) শনিবার ৩টায় সিনেমার ১ মিনিট ২১ সেকেন্ডের প্রথম টিজার রিলিজ হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর ‘মায়ার’ ট্রেইলার এবং ধারাবাহিকভাবে সিনেমার গানগুলো রিলিজ হবে।

শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্ম ‘ওমেন’ এবং কবি কামাল চৌধুরীর ‘যুদ্ধশিশু’ কবিতা অবলম্বনে ‘মায়া’ সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক।

বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের সত্য গল্প নিয়ে তৈরি হয়েছে ‘মায়া-দ্যা লস্ট মাদার’। এটিই প্রথম বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য সিনেমা যা নির্মিত হলো বীরাঙ্গনা ও যুদ্ধশিশুদের নিয়ে। চলচ্চিত্র নির্মাতা মাসুদ পথিক মনে করেন এই সিনেমায় নতুন বাংলা, বাংলা মাকে পাবে দেশের মানুষ।

সিনেমাটিতে অভিনয় করেছেন- মুমতাজ সরকার (ভারত), প্রাণ রায়, জ্যোতিকা জ্যোতি, দেবাশিষ কায়সার, সৈয়দ হাসান ইমাম, ঝুনা চৌধুরী, নারগিস আক্তার, লীনা ফেরদৌসী, ড. শাহাদাত হোসেন নিপু, আসলাম সানী ও মজিদ প্রমুখ।

ব্রাত্য ক্রিয়েশন প্রযোজিত সিনেমাটিতে গান করেছেন- ইমন চৌধুরী, বেলাল খান, কুনাল, ঐশী, পুজা, মমতাজ।

উল্লেখ্য, নেকাব্বরের মহাপ্রয়াণ খ্যাত মাসুদ পথিকের এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড