• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফাইনালে ওঠার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ সাকিবের পুরোনো দল

  অধিকার ডেস্ক    ২৫ মে ২০১৮, ১২:১৩

ক্রিকেটের জমজমাট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ শুক্রবার শীর্ষ দল সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের। বাংলাদেশ সময় রাত ৪টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় কোয়ালিফায়ারে ফেভারিট হিসেবে মাঠে নামছে ২০১৪ সালে দ্বিতীয়বার শিরোপা হাতে নেওয়া কলকাতা। অন্যতম কারণ খেলাটা তাদের মাঠ ইডেন গার্ডেন্সে। তাছাড়া টানা চার ম্যাচ জিতে ফাইনালে ওঠার লড়াইয়ে জায়গা করে নিয়েছে দিনেশ কার্তিকের দল। আর মাত্র দুটি জয় দরকার তাদের তৃতীয় শিরোপা হাতে নিতে।

কলকাতা যেখানে শেষ চারটি ম্যাচ জিতেছে, সেখানে সমান খেলে হেরেছে হায়দরাবাদ। লিগ টেবিলে শীর্ষে থাকা দলটি মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে।

অবশ্য ম্যাচটা ইডেনে বলে আত্মবিশ্বাসী করে তুলতে পারে হায়দরাবাদকে। কারণ এ বছর কলকাতার মাঠে ৫ উইকেটে জিতেছিল তারা।

হারলে টুর্নামেন্ট থেকে বিদায়। এমন সমীকরণ নিয়ে আজ মাঠে নামবে দুদল। যদিও হেড টু হেড রেকর্ডে কলকাতা এগিয়ে হায়দরাবাদের চেয়ে। দুদলই ১৪ বার মুখোমুখি হয়েছে, ৯টি জিতেছে কলকাতা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড