• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

সেভিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২ গোলে এগিয়ে বার্সা

  অধিকার ডেস্ক    ২১ অক্টোবর ২০১৮, ০১:৩৫

গোলের মুহূর্তে মেসি (ছবি : টুইটার)

আন্তর্জাতিক ম্যাচের বিরতিতে শেষে মাঠে নামে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় শক্তিশালী সেভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে প্রথমার্ধে এগিয়ে রয়েছে কাতালান ক্লাবটি।

বুধবার ন্যু ক্যাম্পে শুরু হয়েছিল পয়েন্ট টেবিলের এক ও তিন নম্বর দলের লড়াই। যেখানে শুরু থেকে পিছিয়ে ছিল সেভিয়া। মাত্র দুই মিনিটে গোল খেয়ে বসে তারা। গোলমুখে নেলসন সেমেদোর করা শট গোলরক্ষক ফিরিয়ে দিলে বল পেয়ে যান ব্রাজিলিয়ান তারকা কৌতিনহো। ঝাঁপিয়ে পরে দারুণ এক সাইড ভলিতে লক্ষ্যভেদ করেন এ ব্রাজিলিয়ান।

১-০ গোলে এগিয়ে থেকে বার্সা ম্যাচের ১২তম মিনিটে ব্যবধান দিগুণ করেন। ডি-বক্সের বাইরে থেকে লিওনেল মেসির দুর্দান্ত একটি শটে দারুণ এক গোল করেন এই আর্জেন্টাইন।

ম্যাচের ১৬তম মিনিটে ডান হাতে ব্যাথা পেয়ে মাঠ ছাড়েন মেসি। তাই পরিবর্তে নামেন ফ্রান্স তারকা ডেম্বেলে।

বিরতিতে যাওয়ার আগে বার্সা আক্রমণের ধার বাড়ালেও, গোলের দেখা পায়নি। ফলে ২-০ গোলে শেষ হয় দুই দলের প্রথমার্ধের খেলা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড