• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

জমে উঠেছে লা লিগা : রিয়াল-বার্সাকে টপকে শীর্ষে আলাভেজ

  অধিকার ডেস্ক    ২০ অক্টোবর ২০১৮, ১৬:০২

লা লিগার পয়েন্ট টেবিল
লা লিগার পয়েন্ট টেবিল

স্প্যানিশ লা লিগার বর্তমান মৌসুমে চলছে চমকের ছড়াছড়ি। শুরুটা রিয়াল মাদ্রিদ ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদোর ইটালিয়ান ক্লাব জুভেন্তাসে চলে যাওয়া দিয়ে। এবার তার থেকেও বড় চমক! বার্সেলোনা-রিয়াল মাদ্রিদকে টপকে মৌসুমে প্রথমবারের মতো লা লিগার শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে দেপোর্তিভো আলাভেজ।

উপহাস করে অনেকেই বলে থাকেন লা লিগা শুধু ‘দুই ঘোড়ার রেস’। বার্সা ও রিয়ালের দাপটে লা লিগায় অন্য দলগুলোর সাফল্য কমই চোখে পড়ে। বিগত দশ বছরে বার্সা-রিয়াল ছাড়া কেবল একবার অ্যাতলেটিকো মাদ্রিদ জিতেছিল লা লিগার শিরোপা। কিন্তু এবার জমে উঠেছে লা লিগা। অপেক্ষাকৃত ছোট দলগুলোর কাছে কুপোকাত হচ্ছে বড় দলগুলো।

শুক্রবার (১৯ অক্টোবর) রাতে তুলনামূলক শক্তিশালী সেল্টা ভিগোকে ১-০ ব্যবধানে হারিয়ে ৯ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অপ্রত্যাশিতভাবে পয়েন্ট তালিকার সবার উপরে উঠে এসেছে আলাভেজ।

উল্লেখ্য, আলাভেজ ক্লাবটি ১৯২১ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১৫-১৬ মৌসুমে স্পেনের দ্বিতীয় বিভাগ শিরোপা জিতে লা লিগায় জায়গা করে নেয় তারা।