• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

এ যুগের 'বিস্ময়কর' ফুটবলার মেসি-রোনালদো : গার্দিওলা

  অধিকার ডেস্ক    ১৫ অক্টোবর ২০১৮, ১৩:১৩

মেসি ও রোনালদো
মেসি ও রোনালদো (ছবি : ইন্টারনেট)

লিওনেল মেসি না ক্রিস্তিয়ানো রোনালদো। কে সেরা? আমরা সবাই জীবনে একবার হলেও একটি প্রচলিত বিতর্কে জড়িয়েছি। এ বিতর্কের সমাধান দিতে হিমশিম খেয়ে যান অনেক বড় বড় ফুটবল বোদ্ধারা। সাধারণ ভক্তরাও এ নিয়ে নিজেদের মধ্য বাকযুদ্ধে লিপ্ত থাকেন। ঠিক এ কঠিন প্রশ্নটাই করা হয়েছিল ম্যানচেস্টার সিটি বস পেপ গার্দিওলাকে। এ নিয়ে বেশ মজার উত্তরই দিয়েছেন এ তারকা কোচ।

লা লিগায় বার্সার হয়ে কোচের দায়িত্ব পালন করেছিলেন গার্দিওলা। সে সময় মেসির খেলা উপভোগ করেছেন তিনি। খুব কাছ থেকে মেসির খেলা দেখেছেন তিনি। টানা চার মৌসুমে মেসিদের কোচিং করিয়েছেন সফল এই কোচ।

অপরদিকে রিয়াল মাদ্রিদের হয়ে কখনই দায়িত্বে ছিলেন না গার্দিওলা। রিয়ালে দ্বৈরথ থামিয়ে চলতি মৌসুমে ইতালির 'সিরি আ' নাম লিখিয়েছেন ৩৩ বছর বয়সী রোনালদো। বার্সায় থাকাকালীন রোনালদোকেও খুব কাছ থেকে দেখেছেন গার্দিওলা। কিন্তু ছিলেন মেসির দায়িত্বে। খুব সম্ভবত এমনটি হওয়ার কথা যে, সেরার প্রশ্নে মেসির কথাই বলবেন। কিন্তু তারপরও এমন প্রশ্নে মেসির পক্ষ নেননি গার্দিওলা। তার মতে, বর্তমান ফুটবল জগতের 'বিস্ময়কর' খেলোয়াড় মেসি-রোনালদো।

রবিবার ইতালির সংবাদমাধ্যম 'দেলো স্পোর্টস' কে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা বলেছেন, 'বর্তমান যুগে মেসি-রোনালদো হচ্ছে 'বিষ্ময়কর' ফুটবলার। ফুটবলের রাজত্বটা এখন এই দু'জনের। আমরা 'বিষ্ময়কর' দুই ফুটবলারের খেলা উপভোগ করছি।'

'মেসি-রোনালদো গেল ১০ বছর যাবত পুরো মৌসুমে ৫০ টিরও বেশি করে গোল করে আসছে। এটা সত্যি 'বিষ্ময়কর'। এমন নয় যে এক মৌসুমে বড় স্কোর করেছে, কিন্তু পরপর তারা এমন 'বিস্ময়কর' কিছুই করে আসছে।'

শেষ ১০ বছর ফিফা ব্যালন ডি'অরের রাজত্ব করে আসছেন মেসি না হয় রোনালদো। এবার একজন হয়েছে তো আবার অন্য জন। মাঝে এক মৌসুমে ব্রাজিলিয়ার তারকা স্ট্রাইকার কাকা এই পুরষ্কারটি জিতেছিলেন। এছাড়া মেসি-রোনালদোর থেকে এই পুরষ্কার কেউ নিতে পারেনি।

গার্দিওলার অধীনে দুবার চ্যাম্পিয়নস ট্রফি ক্যাবিনেটে ভরে বার্সা। স্প্যানিশ লা লিগায় করে একচেটিয়া আধিপত্য। মেসির প্রশংসা করে তিনি বলেছেন, 'বার্সায় থাকাকালীন আমাদের হাতে বিশ্বের সেরা খেলোয়াড় ছিল। বলা বাহুল্য সে মেসি। ও ছিল ‘হিংস্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রাণী’। যে পরাজয়কে ঘৃণা করত। হার বলে কোনো শব্দ তার অভিধানে ছিল না।'

সূত্র : গোল ডট কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড