• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

একগুচ্ছ সুখবর আর প্রত্যাশা নিয়ে সাকিবের প্রত্যাবর্তন

  অধিকার ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৮, ২২:৪০

সাকিব আল হাসান
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি সাকিব (ছবি : সংগৃহীত)

ফিরেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের তারকা অল-রাউন্ডার অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি হাসপাতালে সপ্তাহখানেক বাঁ হাতের আঙুলের চিকিৎসা নিয়ে রবিবার দুপুরে পা রেখেছেন দেশের মাটিতে। বিমানবন্দরেই সাংবাদিকদের মুখোমুখি হতে হয়েছে সাকিবকে। তার মুখের হাসিই বলে দিচ্ছিল সুখবর নিয়ে প্রত্যাবর্তন করেছেন দেশের ক্রিকেটের সেরা বিজ্ঞাপন।

সময়ক্ষেপণে আঙুলের চোটটা বাজে আকার ধারণ করেছিল। তাতে উদ্বেগ আর উৎকণ্ঠা বাঁধ ভেঙেছিল। তবে মেলবোর্নে বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পরিচর্যা আর তত্ত্বাবধান শেষে দেশে ফিরে সাকিব জানিয়েছেন, ভাগ্য সহায় থাকলে শিগগিরই মাঠে দেখা যাবে তাকে, 'এটা আসলে এমন একটি সমস্যা, যা ঠিক হওয়ার কোনো বাঁধা-ধরা সময় নেই। হতে পারে যে সামনের মাসেও খেলতে পারি। এখন হাতে ব্যথা নেই, খুব ভালো অনুভব করছি।'

হাতে এখনও পুরোপুরি শক্তি পাচ্ছেন না সাকিব। অপেক্ষা করছেন সেটার জন্যই, 'নিশ্চিত করে বলা মুশকিল। এজন্যই বললাম যে, এক মাস পরও খেলতে পারি, আবার ৬ মাসও লাগতে পারে। আশা করি, এক মাস পরই পারব। এরপরও যেহেতু শক্তি ফিরে আসার ব্যাপার আছে, এক মাসের চেয়ে একটু বেশিও লাগতে পারে।'

সাকিবের আঙুলের সংক্রমণ এখন নিয়ন্ত্রণে। তবে অস্ত্রোপচার করানোর বিষয়টি নিয়ে আরও সময় দরকার, 'সার্জারি ৬ থেকে ১২ মাসের মধ্যে করা যাবে না। কারণ সংক্রমণ যদি হাড়ের ভেতরে থাকে, তাহলে সেটা সারার সম্ভাবনা নেই। কারণ ওখানে রক্ত যায় না। এটা নিশ্চিত হওয়ার জন্যই ৬ থেকে ১২ মাসের ভেতর সার্জারি করা যাবে না। তবে ভালো দিক হচ্ছে, সার্জারি না করেও খেলা সম্ভব হতে পারে।'

দলের অন্যতম সেরা দুই তারকা সাকিব আর তামিম ইকবালকে ছাড়াই এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই প্রসঙ্গ টেনে দলের বাকিদের কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি, 'কেউ না থাকা মানে নতুন কারও সুযোগ। আশা করি তারা সুযোগ কাজে লাগাতে পারবে ও ভালো করবে। কারও জন্য কিছু অপেক্ষা করে থাকে না। আমি আশা করি, বাংলাদেশ আরও ভালো করবে।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড