• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

'মৃত্যুর আগ পর্যন্ত হিগুয়াইন গোল করেই যাবে'

  অধিকার ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৮, ১৫:৫১

হিগুয়াইন
এসি মিলানের জার্সিতে হিগুয়াইন (ছবি : উয়েফা ইউরোপা লিগ)

চলতি মৌসুমের শুরুতে মাউরিজিও সারি চেলসির দায়িত্ব নেওয়ার পর পুরনো শিষ্য গঞ্জালো হিগুয়াইনকে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন। কিন্তু সফল হননি। সেই আক্ষেপ এখনও পোড়াচ্ছে তাকে। ইংলিশ প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে চেলসির শুরুটা দারুণ হলেও হিগুয়াইনের অভাব বোধ করছেন সারি।

গেল আগস্টে ইতালিয়ান সেরি 'আ' চ্যাম্পিয়ন জুভেন্তাস ছেড়ে ধারে এসি মিলানে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা হিগুয়াইন। মিলানের হয়ে দারুণ ছন্দে আছেন ৩০ বছর বয়সী স্ট্রাইকার। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে করেছেন ৬ গোল।

জুভদের হয়ে মাঠ মাতানোর আগে তিন মৌসুম নাপোলিতে কাটান 'এল পিপিতা'। তাদের হয়ে লিগে ১০৪ ম্যাচে ৭১ গোল করেছিলেন তিনি। তবে সারি-হিগুয়াইন জুটি একসঙ্গে কাজ করেছিলেন কেবল ২০১৫-১৬ মৌসুমে। সেবার হিগুয়াইন জালের দেখা পেয়েছিলেন ৩৬ বার! সেরি 'আ' তে এক মৌসুমে সর্বোচ্চ গোলের যৌথ রেকর্ড এটি। তবে পরের মৌসুমেই নাপোলি ছেড়ে জুভেন্তাসে নাম লিখিয়েছিলেন হিগুয়াইন, যে কারণে এখনও নাপোলি সমর্থকরা তাকে বাঁকা চোখে দেখেন।

একসঙ্গে সারি ও হিগুয়াইন (ছবি : সংগৃহীত)

ইতালির জনপ্রিয় ক্রীড়া বিষয়ক সংবাদপত্র 'কোরিয়েরে দেল্লো স্পোর্ত'কে দেওয়া এক সাক্ষাৎকারে রবিবার সারি বলেছেন, 'হিগুয়াইনকে আমি চেলসিতে চেয়েছিলাম কি না- এই প্রশ্নের বিপরীতে আমি যে উত্তরই দেই, সেটা ভুলভাবে বিবেচনা করা হবে।'

তবে হিগুয়াইনের নাপোলি ছেড়ে যাওয়াটা এখনও মানতে কষ্ট হয় তার, 'আমি এটাই বলব যে, গঞ্জালো সময়ের আগেই নাপোলি ছেড়েছিল। যদি সে আর এক মৌসুম থাকত, আমি মনে করি আমরা সেরি 'আ' জেতার মতো একটা অবস্থায় থাকতাম। আমাদের তৈরি করা চমৎকার কৌশলের একটা অংশ ছিল হিগুয়াইন, আমরা এক অন্যকে খুব ভালোভাবে বুঝতাম।'

সবশেষে প্রিয় শিষ্যের প্রশংসায় আবেগ ঝরে পড়ে সারির কণ্ঠে, 'আমি হিগুয়াইনের অভাবটা ব্যাপকভাবে টের পাই। আমি তার অভাব বোধ করি কারণ মৃত্যুর আগ পর্যন্ত সে গোল করেই যাবে। সে একটা গোলমেশিন, একটা সুশৃঙ্খল ও স্বয়ংক্রিয় বাজির ঘুঁটি।'

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড