• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরুত্তাপ জয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

  অধিকার ডেস্ক    ১৩ অক্টোবর ২০১৮, ১৫:৫৬

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচের একটি মুহূর্ত; (ছবি : আইসিসি টুইটার)

ওয়ানডে সিরিজের মতো টি-টুয়েন্টি সিরিজেও কোনো রকম লড়াই করতে ব্যর্থ সফরকারী জিম্বাবুয়ে। টানা দুই টি-টুয়েন্টি জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার রাতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে সহজ জয় পেল ফ্যাফ ডু প্লেসির দল। যথারীতি ম্যাচটি ছিল নিরুত্তাপ। বোলারদের দাপটে ৬ উইকেটের বড় ব্যবধানে জিম্বাবুয়েকে হারাল চার পরিবর্তন নিয়ে মাঠে নামা প্রোটিয়ারা।

পচেফস্ট্রুমে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শন উইলিয়ামস ছাড়া আর কোনো ব্যাটসম্যানই দক্ষিণ আফ্রিকার বোলারদের পাল্টা জবাব দিতে পারেননি। ২ চার ও ৩ ছয়ে ২৮ বলে ৪১ রান করেন উইলিয়ামস। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২টি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি, ড্যান প্যাটারসন ও রবি ফ্রাইলিঙ্ক।

এ ম্যাচের একাদশে ফেরা জেপি ডুমিনির অপরাজিত ২৬ বলে ৩৩ রানের কল্যাণে ৪.২ ওভার বাকি থাকতে লক্ষ্যে পৌঁছায় আফ্রিকানরা। এছাড়া কুইন্টন ডি কক ২৬ ও হেইনরিখ ক্লাসেন ২২ রান করেন। ব্যাট হাতে উজ্জ্বল উইলিয়ামস বল হাতে ২ উইকেট শিকার করেন জিম্বাবুয়ের পক্ষে।

রবিবার সিরিজের তৃতীয় ও শেষ নিয়মরক্ষার ম্যাচে মাঠে নামবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর :

টস : জিম্বাবুয়ে

জিম্বাবুয়ে : ১৩২/৭ (২০ ওভারে) (মাসাকাদজা ২১, মিরে ১, টেইলর ২৯, মুসাকান্দা ০, উইলিয়ামস ৪১, মুর ৯, চিগুম্বুরা ৬, চিসোরো ১৪*, মাভুতা ৭*, এনগিডি ২/৩৬, প্যাটারসন ২/২২, ফ্রাইলিঙ্ক ২/২০, ফেলুকওয়ায়ো ০/১৫, শামসি ১/৩৭)

দক্ষিণ আফ্রিকা : ​​​​​​১৩৫/৪ (১৫.৪ ওভারে) (ভ্যান ডার ডুসেন ১৩, ডি কক ২৬, ডু প্লেসি ১২, ডুমিনি ৩৩*, ক্লাসেন ২২, মিলার ১৯*; জার্ভিস ০/২৯, এমপোফু ১/৩১, চিসোরো ০/২১, মাভুতা ১/২৯, উইলিয়ামস ২/২৫)

ফল : দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী

সিরিজ : তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড