• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

যুব অলিম্পিকের হকিতে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ১১:৫২

যুব অলিম্পিক
যুব অলিম্পিক লোগো

যুব অলিম্পিকের হকিতে অস্ট্রেলিয়া, ভারত ও অস্ট্রিয়ার কাছে হারের পর টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। টানা হারের পর টানা জয়ে ফিরেছে লাল-সবুজর জার্সি ধারীরা।

আর্জেন্টিনার বুয়েনস আয়ারস-এ কেনিয়াকে ৪-৩ গোলে হায়িয়েছে বাংলাদেশ। হকির প্রিলিমিনারি রাউন্ডে পুল বি’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে কেনিয়ার বিপক্ষে প্রথমার্ধে ২-২ সমতা ছিল।

শুরুতে দুই গোল খেয়ে পিছিয়ে পড়লেও সাত ও আট মিনিটে দুই গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। গোল দুটি করেন সারওয়ার শাওন ও মোহাম্মদ মহসিন। সপ্তম মিনিটে সারওয়ার শাওন লক্ষ্যভেদের পরের মিনিটে মোহাম্মদ মহসিনের ফিল্ড গোলে সমতায় ফেরে দল।

ম্যাচের একাদশ মিনিটে ফাইভ-এ-সাইড টুর্নামেন্টে কেনিয়া ফের এগিয়ে যায়। পরে মোহাম্মদ হাসানের গোলে সমতায় ফেরা বাংলাদেশ ৪-৩ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আরশাদ হোসেনের ফিল্ড গোলে।

যুব অলিম্পিকের হকিতে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ০-১০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করেও ৩-৪ ব্যবধানে হারতে হয়। তৃতীয় ম্যাচে অস্ট্রিয়া জিতেছিল ০-৩ গোলে। চতুর্থ ম্যাচে কানাডাকে ৫-২ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টের প্রথম জয় পায় লাল সবুজের জার্সিধারীরা।

যদিও টুর্নামেন্টের আগেই ছিটকে যায় বাংলাদেশ, তবুও শেষ মুহূর্তে আয়োজকরা নিয়ম পাল্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানায়। নিয়ম অনুযায়ী এশিয়ান অঞ্চল থেকে সেরা দুটি দলের মূলপর্বে খেলার কথা ছিল। বাংলাদেশ বাছাইপর্বে তৃতীয় হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তৃতীয় স্থানে থাকা দলকেও খেলার আমন্ত্রণ জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড