• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যাপারে কঠোর হচ্ছে আইসিসি

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ১৫:০৪

বিশ্ব জুড়ে চলছে টি-টুয়েন্টি ক্রিকেটের রমরমা বাণিজ্য। মাল্টি বিলিয়ন ডলারের আইপিএল, বিগ ব্যাশ, বিপিএল ও সিপিএলে উড়ছে টাকা। ফুলে ফেঁপে আঙুল থেকে কলাগাছ হয়ে উঠল এখানে খেলা ক্রিকেটার থেকে লগ্নিকারীরা। ক্রিকেট বাণিজ্যের এই রমরমা ঢেউ আছড়ে পড়ল ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশে। বলার অপেক্ষা রাখে না যে, ব্যবসার বড় একটা উৎসই এখন ফ্র্যাঞ্চাইজি লিগের আয়োজন। তবে এইসব লিগের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ২০ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসির পরবর্তী বোর্ড মিটিং সেখানেই এই বিষয়ে আলোচনা হবে। দুবাইয়ে বুধবার আইসিসির একজন উর্ধ্বতন কর্মকর্তা এমনটি জানিয়েছেন।

২০০৮ সালে ক্রিকেটের নবজাগরণ ঘটিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকায় বসে আইপিএলের প্রথম আসর। আইপিএলের বিস্ময়কর সাফল্য দেখে অন্যান্য দেশগুলোতেও চালু হতে থাকে এসব টি-টুয়েন্টি লিগ। আইপিএলের ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ায় চালু হয় বিগ ব্যাশ লিগ, বাংলাদেশে বিপিএল, ওয়েস্ট ইন্ডিজে সিপিএল, পাকিস্তানে পিএসএল ইত্যাদি।

আসন্ন আইসিসির বোর্ড মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজি লিগের এ সব বাণিজ্য নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আইসিসির একজন মুখপাত্র। তিনি বলেন, 'আগামী সপ্তাহের সভায় আমরা একটি বিষয় নিয়ে কথা বলব। সেটা হলো ইভেন্টগুলোর অনুমোদন এবং (লিগের জন্য) খেলোয়াড় ছাড়ার বিষয়ে। পাশাপাশি খেলোয়াড় ছাড়ার বিষয়টিও আলোচনায় থাকবে।'

ভবিষ্যতে এমন টুর্নামেন্টের অনুমোদন নিতেও বেশ কাঠখড় পোহাতে হবে ইঙ্গিত আইসিসির ওই কর্মকর্তার। তিনি আরও বলেছেন, 'আমরা সবগুলোর কাগজপত্র এবং মালিকানার বিষয়গুলো দেখব। আমি মনে করি, অনুমোদন পাওয়া এখন কঠিন হবে। ভবিষ্যতে এইসব টুর্নামেন্টের জন্য স্বাগতিক দেশের পাশাপাশি আইসিসির সমর্থন প্রয়োজন হবে। '

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড