• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিরাপত্তার অজুহাত তোলা হেলস আসছেন, রংপুরে খেলবেন ডি ভিলিয়ার্সও

  অধিকার ডেস্ক    ১০ অক্টোবর ২০১৮, ২১:৫২

অ্যালেক্স হেলস
অ্যালেক্স হেলস; (ছবি : ক্রিকইনফো)

ধামাকার ওপর ধামাকা উপহার দিয়ে চলেছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়নরা দলে টেনেছে ইংল্যান্ডের বিধ্বংসী উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেক্স হেলসকে। পাশাপাশি গেল মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দক্ষিণ আফ্রিকার 'মিস্টার ৩৬০ ডিগ্রি'খ্যাত তারকা ব্যাটার এবি ডি ভিলিয়ার্সকে উড়িয়ে আনছে রংপুর।

রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে হেলসের সঙ্গে চুক্তির কথা নিশ্চিত করেছেন। দুই বছর আগে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়ে নিরাপত্তার অজুহাত দেখিয়ে দলের সঙ্গে আসেননি তিনি। তবে এবার ঠিকই খেলবেন বিপিএলের আসন্ন ষষ্ঠ আসরে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে হেলস খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। সেই দলের কোচ টম মুডিকে রংপুরেও গুরু হিসেবে পাচ্ছেন তিনি।

এবি ডি ভিলিয়ার্স (ছবি : ক্রিকইনফো)

এদিকে রংপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ডি ভিলিয়ার্সের সঙ্গে চুক্তি স্বাক্ষরের কাজ সেরে ফেলেছেন তারা। তবে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টুয়েন্টি লিগ বিগ ব্যাশে ব্যস্ত থাকায় বিপিএলের শুরুর দিকের রাউন্ডগুলোতে খেলা হবে না তার।

বেঁধে দেওয়া নিয়ম অনুসারে, আগের আসরের দল থেকে চার ক্রিকেটার- ক্রিস গেইল, মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু ও মোহাম্মদ মিঠুনকে ধরে রেখেছে রংপুর। তাদের সঙ্গে যুক্ত হলেন হেলস ও ডি ভিলিয়ার্স। এরপর বিপিএল প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে বাকি ক্রিকেটারদের দলভুক্ত করবে তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড