• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের জন্য বাংলাদেশের মহিলা দল ঘোষণা

  অধিকার ডেস্ক    ০৯ অক্টোবর ২০১৮, ২০:৫৭

বাংলাদেশ নারী ক্রিকেট দল

মঙ্গলবার আইসিসি মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া স্ট্যান্ড বাই রাখা হয়েছে আরও চারজনকে। তবে দলে তেমন কোনো চমক নেই। সদ্য শেষ হওয়া পাকিস্তানের বিপক্ষে সিরিজের সবাই জায়গা পেয়েছে। চলতি বছরের ৯ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে আইসিসি মহিলা টি-টুয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর।

গতকাল ঘোষিত ১৫ সদস্যের দলের অধিনায়ক জাহানারা আলম। এছাড়া দলে আছেন সালমা খাতুন, আয়েশা রহমান ও খাদিজা-তুল-কুবরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১২ নভেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সালমা-রুমানারা। তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড।

১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড : সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, ফারজানা হক, খাদিজা-তুল-কুবরা, ফাহিমা খাতুন, আয়েশা রহমান, শামীমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, রিতু মনি, সানজিদা ইসলাম, নিগার সুলতানা, লতা মন্ডল, মোসাম্মদ শারমিন আক্তার সুপ্তা।

স্ট্যান্ডবাই : শারমিন সুলতানা, সুরাইয়া আজমিন, শায়লা শারমিন ও সুলতানা খাতুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড