• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

  অধিকার ডেস্ক    ২৩ সেপ্টেম্বর ২০১৮, ১৯:১২

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল

সাফ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হলো বাংলাদেশের মেয়েরা। আত্মবিশ্বাসে টগবগ করতে থাকা দলটি এবার সহজেই হারিয়েছে শক্তিশালী ভিয়েতনামকেও। ২-০ গোলে জিতে লাল-সবুজ জার্সিধারীরা।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার ‘এফ’ গ্রুপের ম্যাচে ভিয়েতনামের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে সাফল্য পেয়েও যেন পাচ্ছিল না তারা। সাফল্য আসে প্রথমার্ধের যোগ করা সময়ে। আনাই মোগিনির শট গোলরক্ষকের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর শামসুন্নাহার জুনিয়র টোকা দিয়ে সামনে বাড়ান। শেষ মুহূর্তে গোললাইনের একটু ওপর থেকে নিচু হেডে লক্ষ্যভেদ করেন তহুরা। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে তখন দিশেহারা অবস্থা ভিয়েতনামের। বাংলাদেশের মেয়েদের গতিতে বারবারই পিছিয়ে পড়েছিল ভিয়েতনামের মেয়েরা। ৬৩তম মিনিটে দ্বিতীয় গোল পায় বাংলাদেশ। আখিঁর গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ।

টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরের ধাপে উঠল গোলাম রব্বানী ছোটনের দল।

দ্বিতীয় রাউন্ডে দুই গ্রুপে খেলবে আট দল। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ উঠবে মূল পর্বে।

গেল বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি ২০১৯ সালে থাইল্যান্ডে মূলপর্বে খেলবে

২০১৯ সালে থাইল্যান্ডে মূলপর্বে খেলবে গেল বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া, রানার্সআপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান। স্বাগতিক হওয়ায় থাইল্যান্ডও সরাসরি মূল পর্বে খেলা নিশ্চিত করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড