• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০১৯ ইংল্যান্ড ক্রিকেট বিশ্বকাপে ঝড় তুলতে প্রস্তুত ক্রিস গেইল

  অধিকার ডেস্ক    ০৫ আগস্ট ২০১৮, ১৫:১১

ক্রিস গেইল

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইলের বিশ্বাস আগামী বছর ইংল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপেও তিনি ছক্কার বন্যা বইয়ে দেবেন। নিজের বিস্ফোরক স্টাইল ওয়ানডে ক্রিকেটকে বদলে দিয়েছে বলে দাবি করেন তিনি। সমগ্র বিশ্বে টি-টোয়েন্টি ক্রিকেটের ফেরিওয়ালা হিসেবে পরিচিত গেইল এবং শত শত বাউন্ডারিসহ ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) এ পর্যন্ত তিন হাজারের বেশি রান করেছেন। সম্প্রতি নিজ মাঠে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের পরাজিত হওয়া ওয়ানডে সিরিজে তিনি মাত্র ১৪২ রান করেছেন।

আগামী সেপ্টম্বরে ৩৯ বছরে পা রাখবেন বাঁহাতি এ তারকা ব্যাটসম্যান। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কখনও কখনও তার খারাপ সম্পর্কের কারণে সমালোচকদের ধারণা গেইলের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ। তবে এর সঙ্গে দ্বিমত পোষণ করেন তিনি।

নয়াদিল্লীতে সাংবাদিকদের গেইল বলেন, ‘২০১৯ বিশ্বকাপের দিকে অগ্রসর হওয়া এবং ইংল্যান্ডে খেলাই উদ্দেশ্য। আমরা নির্বাচক, অধিনায়ক এবং কোচের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি এবং দেখি কতটা কী করতে পারি।’

চলতি সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচে ৭৩ রান করা ইনিংসে সব ভার্শন মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের শহিদ আফ্রিদির সর্বোচ্চ ৪৭৬টি ছক্কা হাঁকানোর রেকর্ড স্পর্শ করেন গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৮টি ছক্কা হাঁকানোর রেকর্ডও রয়েছে তার দখলে। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরে এ রেকর্ড করা গেইল বলেন, 'তার খেলার ধরন সীমিত ওভারের ক্রিকেটকে বদলে দিয়েছে।'

টুইটারে নিজেকে ‘ইউনিভার্স বস’ দাবি করে গেইল বলেন, ‘আমি মনে করি এমন রেকর্ডের জন্য আপনি মি. গেইলকে ধন্যবাদ জানাবেন। এমন সব কাজ তার পক্ষেই সম্ভব।’

১৯৭০-৮০ দশকে বিশ্ব ক্রিকেটকে শাসন করেছে ক্যারিবীয় ক্রিকেট। তবে বর্তমানে র‌্যাংকিংয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সপ্তম, ওয়ানডেতে নবম এবং টেস্ট ক্রিকেটে অষ্টম স্থানে রয়েছে তারা। গেইল বলেন, ‘রাতারাতি এমনটা হয়নি। এখানে অনেক মেধা আছে, তবে ধারাবাহিকতা নেই। এক ম্যাচ নয় সিরিজ জিততে খেলোয়াড়দের আত্মবিশ্বাস দরকার। সিরিজি জয় করাটা অভ্যাসে পরিণত করতে হবে। এটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। বেশকিছু তরুণ খেলোয়াড় আসায় নিশ্চিতভাবেই আমাদের উজ্জ্বল ভবিষ্যত রয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড