• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপে বিদায়ের পর কোনো ম্যাচ দেখেননি নেইমার

  অধিকার ডেস্ক    ২৩ জুলাই ২০১৮, ০১:১৩

নেইমার

হেক্সা জয়ের স্বপ্নে রাশিয়া বিশ্বকাপে গেলেও সেই স্বপ্ন অধরাই থেকে গেছে ব্রাজিলের। বিশ্বকাপের হট ফেভারিট হয়েই মিশন শুরু করেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু নক-আউট পর্বে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেয় তারা। আর তাই সেলেকাওদের এমন বিদায়ের পর বিশ্বকাপের বাকি ম্যাচগুলো দেখেননি বলে জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। শুধু তাই নয় একবারও ফুটবলের দিকে তাকিয়ে দেখেননি বলে জানান বিশ্বের সবচেয়ে দামি এই খেলোয়াড়।

শনিবার সংবাদ সংস্থা এএফপি’কে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) এই ফুটবল তারকা বলেন, ‘নক -অউটে হেরে আমার এমন অবস্থা হয়ে গিয়েছিল যে, বলতে শুধু বাকি ছিল আমি আর ফুটবল খেলতে পারবো না। কিন্তু আমি কোন ফুটবলের দিকেই তাকাতে পারছিলাম না। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোও আমি দেখার ইচ্ছে হারিয়ে ফেলি।’

বিশ্বকাপ পরবর্তী প্রতিক্রিয়ায় নেইমার বলেন, ‘এ সময় আমি শোকাচ্ছন্ন হয়ে পড়ি। ওই ঘটনায় আমি সত্যিই বিমর্ষ হয়ে পড়ি। তবে এখন দুঃখবোধ কাটিয়ে উঠেছি। আমার ছেলে, পরিবার, বন্ধুরা সাবই এখানে রয়েছে। তারা কেউ আমাকে হতাশ অবস্থায় দেখতে চায় না।’

স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনালদোকে ছেড়ে দিলে গুঞ্জন উঠে নেইমার হতে যাচ্ছে রিয়ালের পরবর্তী স্টার। অনেকেই দাবি করছেন রিয়ালে যোগ দিতে স্পেনের সঙ্গে যোগাযোগ করছেন পিএসজি তারকা। তবে নেইমার এইসব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বলেন, 'এসব গণমাধ্যমের জল্পনা-কল্পনা। আমার জীবন সম্পর্কে আমার চেয়ে তারা বেশি জানেন না। এ ধরনের প্রশ্নের তাই কোনো উত্তর আমি দিতে চাই না। কারণ এ ধরনের কোনো কিছুই ঘটছে না।'

গত বছর রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চুক্তিতে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান সুপারস্টার মনে করেন, 'ক্লাব হোক কিংবা জাতীয়, প্রত্যাশার দ্বৈত চাপ কাঁধের উপর থাকবেই। এর ওজন পরিমাপ করা যায় না। আমি বয়স যখন ১৭, ১৮ বছর তখনও শুধু ব্রাজিল দল নয়, ক্লাব ফুটবলেও চাপ নিয়ে খেলেছি। সব সেরা খেলোয়াড়রাই এমন চাপ অনুভব করেন। এমন চাপ মোকাবেলা করার জন্য আমি নিজেকে প্রস্তুত করে নিয়েছি। জানি, সমর্থকদের প্রত্যাশা মাফিক ফলাফল না পেলে এই চাপ আরো বাড়তে থাকে। ’

বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নিলেও নেইমারের ড্রাইভ বিষয়ে আজও আলোচনা হচ্ছে। অনেকেই এইসব 'অভিনয়' বলেছেন। তবে নেইমার দাবি করে বলেন, তাকে আরো বেশি সুরক্ষা দেয়া উচিৎ ছিল মনে করেন তিনি। নেইমার বলেন,‘ মানুষ খুব দ্রুত সমালোচনা শুরু করে। সেখানে একজন ফাউল করেন এবং অন্যজন ফাউলের শিকার হন। আমি বিশ্বকাপ খেলতে চাই, প্রতিপক্ষকে হারাতে। কারো লাথি খেতে নয়। আমাকে নিয়ে সমালোচনা ছিল অতিরঞ্জিত। কিন্তু আমি একজন খেলোয়াড়। এ ধরনের বিষয়ের সঙ্গে মানিয়ে নিতে অভ্যস্ত। একই সময়ে আমি খেলতে এবং রেফায়িং করতে পারব না। তবে আমার প্রত্যাশা মাফিক কিছু করার মত সুযোগ সেখানে থাকে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড