• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিনামূল্যে যেভাবে সম্পাদন করবেন পিডিএফ ফাইল

  অধিকার ডেস্ক    ১৫ অক্টোবর ২০১৮, ১০:০১

পিডিএফ
বিনামূল্যেও সম্পাদন করতে পারবেন পিডিএফ ফাইল (ছবি: ইন্টারনেট)

যে কোনো ফাইল বা ডকুমেন্ট আনুষ্ঠানিকভাবে পাঠানো বা সংরক্ষণ করার সবচেয়ে প্রচলিত বা নিরাপদ পন্থা হল পিডিএফ ফাইল। ওয়ার্ড ফাইলের মত প্রয়োজনে এই ফাইলটিও মাঝে মাঝে এডিট বা সম্পাদনার প্রয়োজন পড়ে। তবে প্রায়শই অনেকের এই ফাইলটি সম্পাদনা করতে গিয়ে নানা ধরনের সমস্যায় পড়তে হয়।

অনেক সময় এই ফাইল এডিট করার জন্য পেইড ভার্সনের সফটওয়্যার কিনতে হয় যা অনেকের পক্ষেই সম্ভব হয় না। তবে এই পেইড ভার্সন ছাড়া ও বিনামূল্যে আপনি চাইলে পিডিএফ ফাইল সম্পাদনা করতে পারেন।

এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে-

১। প্রথমে পিডিএফ ফাইলটি গুগল ড্রাইভে আপলোড করতে হবে।

২। ফাইলটি আপলোড হয়ে গেলে নিউ অপশনে ক্লিক করতে হবে। এরপর ফাইলটি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে।

৩। তখন ডানপাশে ‘ওপেন উইথ’ অপশনটি দেখা যাবে। সেখান থেকে করে গুগল ডকস অপশনটি সিলেক্ট করতে হবে।

৪। যখনই গুগল ডকসে ফাইলটি ওপেন হবে, ঠিক তখনই এই ফাইলটি এডিট করা যাবে। পরে আপনি আপনার প্রয়োজন মত ফাইলটি এডিট করুন।

৫। এডিট শেষে আপনি চাইলে ফাইলটিকে বিভিন্ন ফরমেট যেমন পিডিএফ ফরম্যাটে কিংবা ওয়ার্ড ডকুমেন্ট বা অন্যকোন ফরম্যাটে সেভ করতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড