• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

'ব্যবসা করতে বাংলাদেশে আসবে ফেসবুক, গুগল, পেপ্যাল'

  অধিকার ডেস্ক    ১০ অক্টোবর ২০১৮, ১৮:১৬

মোস্তাফা জব্বার
ছবি: প্রতীকী

'সেদিন খুব বেশি দূরে নয়, যেদিন বাংলাদেশে ব্যবসা করতে আসবে ফেসবুক, গুগল, ইউটিউব, পেপ্যাল সবাই। লাভজনক ব্যবসা দেখলে এখানে এরা নিজের লাভেই আসবে। '

বর্তমানে বাংলাদেশকে ব্যবসার ভালো জায়গা উল্লেখ করে তিনি উল্লেখ করেন, ‘এমন এক সময় ছিল যখন আমরা সিঙ্গাপুরে গিয়েও তাদের দেখা পেতাম না। আর এখন তারা নিজেরা এসে যোগাযোগ করে, আমরা যাই না। যারা আউটসোর্সিং করেন, তারা চিৎকার করে বলেন, পেপ্যাল আসে না কেন? এর উত্তর হল- 'পেপ্যাল যেদিন মনে করবে বাংলাদেশ তার ব্যবসার জায়গা, সেদিন সে নিজে এসে এখানে পেপ্যাল চালানোর অনুমতি চাইবে।'

রাজধানীর কারওয়ান বাজারে টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ (টিআরএনবি) আয়োজিত গোলটেবিল আলোচনা অনুষ্ঠানে শনিবার (৬ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন ।

টিআরএনবি সভাপতি জাহিদুল ইসলাম সজলের সঞ্চালনায় ‘প্রাইভেসি অ্যান্ড ডেটা সিকিউরিটি’ বিষয়ক ওই গোলটেবিল আলোচনায় বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হকসহ এটুআই, মোবাইল ফোন অপারেটর ও হ্যান্ডসেট আমদানিকারকদের প্রতিনিধি এবং খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড