• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

কেমন হবে নতুন ফিচারের স্মার্টফোন

  অধিকার ডেস্ক    ০৫ অক্টোবর ২০১৮, ১২:০৪

স্মার্টফোন
স্মার্টফোন

প্রযুক্তির কল্যাণে নিত্যনতুন পরিবর্তন আসছে আমাদের দৈনন্দিন ব্যবহৃত ডিভাইস যেমন মোবাইল,কম্পিউটার,ল্যাপটপ,ট্যাবসহ অন্যান্য জিনিসগুলোতে। নতুন প্রযুক্তির সাথে নতুন নতুন ফিচার যুক্ত হয় এই ডিভাইসগুলোতে। এর ফলে ফিচারে যুক্ত হয় নতুন প্রযুক্তি, হারিয়ে যায় অনেক পুরাতন ফিচার।

স্মার্টফোনের কথাই ধরা যাক। একসময় স্মার্টফোনের যেসব ফিচার ছিল দারুণ জনপ্রিয়, তা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়ে যাচ্ছে। যুক্ত হচ্ছে নতুন নতুন ফিচার। অন্যদিকে, স্মার্টফোন ব্র্যান্ডগুলো নকশা ও উদ্ভাবনে প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে থাকার চেষ্টা করছে।

তাই ক্যামেরা, হেডফোন জ্যাক কিংবা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বিষয়গুলোয় পরিবর্তন আসছে। একসময়ের নতুন অনেক প্রযুক্তি শিগগিরই হয়তো স্মার্টফোন থেকে হারিয়ে যাবে। আপনার স্মার্টফোনটি কেমন হতে পারে, চলুন জেনে নেই।

ফোনের আকার

আমরা এখন চারকোনা ফোনের যে আকৃতি দেখি, ভবিষ্যতে ফোনের আকার এমন থাকবে না। শিগগিরই নমনীয় বা ভাঁজ করার সুবিধাযুক্ত স্মার্টফোন বাজার দখল করবে।

প্রথাগত চার্জার

বর্তমানে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে তারবিহীন চার্জার। এতে ঝুঁকিও কম থাকে। ফলে প্রথাগত চার্জার বাজার থেকে উঠে যেতে বেশিদিন সময় লাগবে না।

সিমকার্ড স্লট

২০১৮ সালের নতুন আইফোন ই-সিম সমর্থন যুক্ত করছে অ্যাপল। শিগগিরই হয়তো অ্যান্ড্রয়েড ফোন নির্মাতারাও সিমকার্ড স্লট বাদ দিয়ে ই–সিমে যুক্ত হতে পারে।

মেমোরি কার্ড স্লট

মেমোরি কার্ড স্মার্টফোনের ক্ষতি করে। বিষয়টি কারও অজানা নয়। তাছাড়া স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো বর্তমানে অনেক বেশি ইন্টারনাল স্টোরেজ দেওয়া শুরু করেছে। কোনও কোনও ক্ষেত্রে এই স্টোরেজের পরিমাণ ৫১২ গিগাবাইট। ফলে আলাদা করে মেমোরি কার্ড সংযুক্ত করার প্রয়োজনই হবে না। যে কারণে থাকবে না মেমোরি কার্ড স্লটও।

ভলিউম বাটন

ফোনের সঙ্গে এখন ভলিউম বাড়ানোর জন্য যে বোতাম থাকে, ভবিষ্যতে তা থাকবে না। স্মার্টফোনে যুক্ত হবে মাল্টি ফাংশনাল বা একাধিক কাজের উপযোগী পাওয়ার বাটন।

স্পিকার

ভবিষ্যতে স্মার্টফোনের ডিসপ্লে স্পিকার হিসেবে কাজ করবে। ফলে পৃথকভাবে স্মার্টফোন স্পিকার রাখার দরকার হবে না। ইতিমধ্যে স্পিকারযুক্ত ডিসপ্লের ব্যবহার শুরু হয়েছে। ভিভো নেক্স ফোনে ডিসপ্লে থেকে শব্দ হয়।

একক ক্যামেরা

আগে স্মার্টফোনে ভালো ক্যামেরা মানেই ছিল বিস্ময়। স্মার্টফোনের পেছনে ভালো মানের ক্যামেরার আশা করতেন ব্যবহারকারীরা। কিন্তু এখন স্মার্টফোন নির্মাতারা এক ক্যামেরায় আটকে নেই। ডুয়েল বা ট্রিপল লেন্সের ক্যামেরার ফোন দেখা যাচ্ছে। গুঞ্জন উঠেছে, স্মার্টফোনের পেছনে ৫টি সেন্সর নিয়েও।

ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

স্মার্টফোন থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তি বিদায় নিতে পারে। অ্যাপল তাদের এক্সএস, এক্সএস ম্যাক ও এক্সআর মডেলের আইফোনে পৃথকভাবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়নি। নিরাপত্তার জন্য যুক্ত করেছে ফেস আইডি প্রযুক্তি। অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা অপো ও ভিভো ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তৈরি করছে। ওয়ান প্লাস ও স্যামসাংও একই পথে হাঁটছে।

হেডফোন জ্যাক

প্রচলিত ৩.৫ মিলিমিটার হেডফোনকে অধিকাংশ স্মার্টফোন নির্মাতা বিদায় দিচ্ছে। ওয়ানপ্লাস ৬টি মডেলের ফোনেও হেডফোন জ্যাক বাদ দেওয়া হতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড