• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

চাঁদের বুকে মিলল বরফের সন্ধান

  অধিকার ডেস্ক    ২৭ আগস্ট ২০১৮, ১৫:৩২

চাঁদের কালো অংশ জুড়ে রয়েছে বরফ। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ তথ্য জানাচ্ছে। ২০১৭ সালের করা এক গবেষণাতেও দেখা গিয়েছিল ভূপৃষ্ঠের মতো চাঁদের পৃষ্ঠেও পানির অবস্থান রয়েছে।

নাসার তোলা ছবিতে পরিষ্কার বোঝা যায়, চাঁদে বরফ আছে। চাঁদ গবেষণায় যুক্তরাষ্ট্রের মহাকাশ যন্ত্র ‘এম-৩’ সম্প্রতি তিনটি রাসায়নিক চিহ্ন দিয়ে চাঁদে বরফ আকারে পানি থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

বছর দশেক আগে ভারতীয় স্পেসক্রাফট চন্দ্রায়ন-১ এ নিয়ে গবেষণাটি করেছিল। সে গবেষণার ফল থেকেই জানা যায়, পৃথিবীর পৃষ্ঠের মতোই চাঁদের পৃষ্ঠে পানি জমে আছে। এমনকি পৃথিবীর সমুদ্রে যে পরিমাণ পানি আছে, তার সমপরিমাণ পানি আছে সেখানেও।

বেশ অনেক বছর ধরে গবেষকদের ধারণা ছিল, চাঁদ একটি অতিশুষ্ক উপগ্রহ। বহুবছর আগে নব্য সৃষ্টি হওয়া পৃথিবীর সঙ্গে মঙ্গলগ্রহের সমান একটি গ্রহের সংঘর্ষের কারণে পৃথিবী থেকে ছিটকে গিয়ে চাঁদ তৈরি হয়। সংঘর্ষের সময় উত্তাপ এত বেশি ছিল যে, চাঁদের সব পানি শুকিয়ে গিয়েছিল।

গবেষকদের ধারণা সংঘর্ষের পর সেই উত্তাপ থেকে কোনো না কোনোভাবে এই পানি বেঁচে গিয়েছিল অথবা শীতল হবার আগেই অন্য কোনো গ্রহাণু থেকে পানি এসেছিল এখানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড