• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

২১ আগস্ট গ্রেনেড হামলার রায়

রায়ে অসন্তোষ বেলজিয়াম আওয়ামী লীগ

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ২৩:০০

আওয়ামী লীগ
ছবি : প্রতীকী

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন বেলজিয়াম আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

গ্রেনেড হামলার বিষয়ে জবানবন্দিতে মুফতি হান্নান জানিয়েছেন, ‘২১ গ্রেনেড হামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে পূর্ণ সমর্থন ও সহযোগিতা নিয়ে তারা হামলা চালায়। তারেক আমাদের সব ধরনের সহযোগিতার নিশ্চয়তা দেয় উক্ত হামলার ব্যাপারে। ফলে গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান এর ফাঁসি হলে এই রায়ের যথার্থতা থাকতো।’

এছাড়াও বেলজিয়ামসহ ইউরোপের সকল দেশের নেতৃবৃন্দকে এসব অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান মুফতি হান্নান।

তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি দাবির পক্ষে বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বেলজিয়াম আওয়ামী লীগ স্মারকলিপি প্রদান করে। রাষ্টদূতের পক্ষে দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আরিফুল হক স্মারকলিপিটি গ্রহণ করেন।

এ সময় উপন্থিত ছিলেন- সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের প্রচার সম্পাদক খোকন শরীফ, বেলজিয়াম আওয়ামী লীগের সিনিয়ার সহসভাপতি বাবু বিধান দেব, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল ও প্রচার সম্পাদক আক্তারুজ্জামান প্রমুখ।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে [email protected] আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড