• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনকে নয়, ষড়যন্ত্রকারীদের ভয় পায় আ. লীগ : নাসিম

  নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০১৮, ১৮:১৭
মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি)

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ' আওয়ামী লীগ নির্বাচন চায়, বাংলার জনগণও নির্বাচন চায়। আওয়ামী লীগ কোন নির্বাচনকে ভয় পায় না, শুধু ভয় পায় চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীদের। তবে এ দেশের জনগণ চক্রান্তকারীদের কালো হাত ভেঙে দিবে।'

তিনি বলেন, 'জ্বালাও-পোড়াও কোনো গণতান্ত্রিক অধিকার হতে পারে না। দেশের মানুষের ভোট দেয়ার অধিকার আছে। কেন আপনারা ভোট দিতে বাধা সৃষ্টি করবেন। অহেতুক উত্তেজনা সৃষ্টি করবেন না। জোট করেন, আর যাই করেন চক্রান্ত করবেন না।'

সোমবার (২২ অক্টোবর) শ্যামলী ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতালের আইসিইউ, এইচডিইউ ও অপারেশান থিয়েটারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- টিবি হাসপাতালের উপপরিচালক ডা. আবু রায়হান।

নাসিম বলেন, 'আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত করছে। তারা ২০১৪ সালের মত জ্বালাও-পোড়াও করে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।'

নির্বাচন বানচাল করার জন্য চক্রান্তকারীরা চক্রান্ত শুরু করেছে- সতর্ক করে নাসিম বলেন, 'এ দেশের শান্তিপ্রিয় মানুষ দেশের উন্নয়ন ধ্বংসকারী যে কোনো অশুভ শক্তিকে ভোটের মাঠে প্রতিহত করবে।'

এ সময় সরকারের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড