• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধ্যাপিকা রেহেনা প্রধানের ইন্তেকাল

  নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০১৮, ১৭:২০
রেহানা প্রধান
ছবি সংগৃহীত

২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্তিক পার্টি জাগপার সভাপতি অধ্যাপিকা রেহেনা প্রধান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নি ইলাহির রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

সোমবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর মোহাম্মদপুর কেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রেহেনা প্রধান ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। হঠাৎ করে বাসায় অসুস্থতাবোধ করলে তাকে মোহাম্মদপুরের কেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালেই তিনি মারা যান।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের সহধর্মিনী রেহানা প্রধান ৭২ এ ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তার অবদান ও ত্যাগ রয়েছে। দীর্ঘ ১৩ বছর জাগপার সহসভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৭ সালের ২১ মে শফিউল আলম প্রধানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত সভাপতি ও ওই বছরের ২৯ নভেম্বর বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাগপার সভাপতি নির্বাচিত হন।

রেহেনা প্রধান মৃত্যুকালে এক ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড