• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে পুলিশের বাধা

  নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর ২০১৮, ১৮:১৩
বাম গণতান্ত্রিক জোট
ফাইল ছবি

বর্তমান জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের সচিবালয়ের অভিমুখে বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ।

রবিবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যেতে চাইলে পুলিশ ব্যারিকেড দেয়।

নেতাকর্মীরা জানান, বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাওয়ার পথে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। এ সময় তারা ব্যারিকেড সরাতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাম জোটের সমন্বয়ক সাইফুল হক নতুন কর্মসূচি ঘোষণা করেন।

কর্মসূচির মধ্যে রয়েছে- ২৯ অক্টোবর রাষ্ট্রপতির কাছে অবাধ-নিরপেক্ষ-গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদান, এর আগে ২৩ অক্টোবর সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদের রশিদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড