• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

সারাদেশে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

  অধিকার ডেস্ক    ১৩ অক্টোবর ২০১৮, ২১:৩৮

বিএনপি
ছবি : দৈনিক অধিকার

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশের সময় বেশির ভাগ স্থানেই পুলিশের বাধায় পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল।

রায়ের প্রতিবাদে বিএনপির সমাবেশগুলো ঘিরেও কড়া পাহারায় ছিল পুলিশ। গত বুধবার (১০ অক্টোবর) ওই মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনের যাবজ্জীবন দেয়া হয়েছে। ঘোষিত রায় সাজানো বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা।

গাইবান্ধা

গাইবান্ধায় জেলা ছাত্রদলের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ করে তারা। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, রাজিউল আলম রনি, মাহমুদুর রহমান রতন, শহিদুজ্জামান শাহিন, ইমাম হাসান আলাল, মিজানুর নিক্সন, রবিউল ইসলাম লিয়াকত, মিরাজ্জুজামান রবিন, ইসমালই হোসাইন জীবন, মিনু, রাজু, মিলন, মোফাজ্জল, শাকিল, আপেল, শামীম রেজা, খালিদ হাসান, সোহেল রানা, রাসেল, রানা, শাওন, কামরুল, আজাদ, রকি, সোহাগ, সবুজসহ অন্যান্যরা।

টাঙ্গাইল

জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশি বাঁধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ করে জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ, মোহাম্মদ সাফি ইথেন, সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। এসময় বিএনপির সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, যুগ্নসম্পাদক আবুল কাসেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ।

এছাড়া জেলা ছাত্রদলের সহসভাপতি আবিদ হোসেন ইমন, সদর থানা ছাত্রদলের সভাপতি আজিমুদ্দিন বিপ্লব,সাধারণ সম্পাদক সাজ্জাদ কবির সুমনসহ জেলা ছাত্রদল, বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ মিছিলে অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ

দুপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা।

কুমিল্লা

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় জেলা যুবদল নেতা আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, ছাত্রদল নেতা রিয়াজ খানের নেতৃত্বে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড