• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমাজনের চেয়েও আনপ্রেডিকটেবল পদ্মা : কাদের

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ২০:৫৬

ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (ফাইল ছবি)

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে পাঁচটি স্প্যান বসানো হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আনপ্রেডিকটেবল নদী, এই পদ্মা নদী। বিশেষজ্ঞদের মতে, বর্তমানে আমাজনের থেকেও পদ্মা নদী বেশি আনপ্রেডিকটেবল।’

শুক্রবার (১২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দল হিসেবে বিএনপির স্ট্রেচার অ্যান্ড স্ট্যান্ডিং তলানিতে গিয়ে পৌঁছেছে। মুসলিম লীগের মতো নিজেদের অপ্রাসঙ্গিক করছে বিএনপি।’

সেতুমন্ত্রী বলেন, ‘খুশির সংবাদ হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে মাওয়া প্রান্তে চার ও পাঁচ নম্বর পিলারের ওপর স্প্যান বসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক অবদান পদ্মা সেতু। এখানে আমাদের কোনো কৃতিত্ব নেই। নেত্রীর নির্দেশ ও পরিকল্পনায় এই পদ্মা সেতু।’

সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ তাদের জমিজমা ত্যাগ করেছন। দুই তীরে দৃশ্যমান হয়েছে সেতু। ঢাকা, মাওয়া, ভাঙা ছয় লেন ‘এক্সপ্রেস ওয়ে’ হচ্ছে। ফ্লাইওভার, ব্রিজ, আন্ডারপাস নির্মাণ করছে সেনাবাহিনী। এর ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে আর ৩০ শতাংশ কাজ বাকি। ঢাকা, মাওয়া, ভাঙার ৫৫ কিলোমিটার মহাসড়কের অগ্রগতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শন করবেন। এক হাজার ৩০০ মিটার নদী শাসনের উদ্বোধন হবে। রেল সংযোগের ভিত্তি প্রস্তুত উদ্বোধন করবেন।’

এর আগে সেতুমন্ত্রী আগামী রবিবার মাওয়ায় পদ্মা সেতু প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে বিভিন্ন আয়োজনের অগ্রগতি পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড