• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিএনপি আবারও পেট্রোল বোমা হামলা করছে : হাছান মাহমুদ

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ২৩:৪২

ড. হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ। (ছবি : ফাইল ছবি)

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি আবারও পেট্রোল বোমা হামলা শুরু করেছে।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলার কনফারেন্স লাউঞ্জে অধ্যাপক পুলিন দে এবং আতাউর রহমান খানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সে সময় তিনি আরও বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর তারা (বিএনপি) বুধবার (১০ অক্টোবর) বগুড়ায় আবারও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। অর্থাৎ বিএনপি আবারও আগের রূপে ফিরে যাচ্ছে।’

ড. হাছান মাহমুদ আরও বলেছেন, ‘তারা দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করার লক্ষেই জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা শুরু করেছে।’

সরকারের প্রতি অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ আরও উল্লেখ করেন, ‘অতিসত্বর এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করে তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি ফাঁসি এবং বেগম খালেদা জিয়াকে বিচারের আওতায় আনা হোক।’

সে সময় বদরুদ্দোজা চৌধুরী এবং ড. কামাল হোসেনের তীব্র সমালোচনা করে আওয়ামী লীগের এ সম্পাদক আরও বলছেন, ‘তারা কথায় কথায় মানবাধিকারের কথা বলেন, কিন্তু গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে তারা কোনো কথা বলেন নাই কেন?’

এ বিষয়ে তিনি আরও বলেন, ‘অর্থাৎ তারা বিএনপির সঙ্গে হাত মিলিয়ে গ্রেনেড হামলাকারী, অগ্নিসংযোগকারী, পেট্রোল বোমা নিক্ষেপকারী, সন্ত্রাসীগোষ্ঠী, জঙ্গীগোষ্ঠী এবং স্বাধীনতা বিরোধীদের দোসরে পরিণত হয়েছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড