• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

একাদশ সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

  নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০১৮, ১৫:২১
হাইকোর্ট
হাইকোর্ট (ফাইল ছবি)

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’-কে নিবন্ধন না দেওয়া পর্যন্ত এ স্থগিত চাওয়া হয়।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করা হয়। রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ।

জানা গেছে, হাইকোর্টের রিটে ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’- কে রাজনৈতিক দল হিসেবে রেজিস্ট্রেশন করার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ ছাড়া দলটির রেজিস্ট্রেশন না দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) গত জুনের ১১ তারিখ দেওয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে মর্মেও রুল চাওয়া হয়েছে।

রিট আবেদনে আরও বলা হয়, ‘ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ’কে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন প্রদান, সে নিবন্ধন না দেওয়া পর্যন্ত একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।

এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, আগামী ১৪ অক্টোবর বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে আবেদনটির শুনানির ‍দিন ধার্য করা হয়েছে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড