• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বিএনপি এবারও দেখানোর চেষ্টা করবে যে এটা রাজনৈতিক’

  নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০১৮, ১৪:০৫
দিলারা চৌধুরী
রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী (ফাইল ছবি)

বিএনপি এবারও আগের রায়গুলোর মতো দেখানোর চেষ্টা করবে যে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক, রাজনৈতিক পর্যবেক্ষক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী।

বুধবার (১০ অক্টোবর) একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গে বিবিসি বাংলাকে তিনি এ কথা বলেন।

রাজনীতিতে এই রায় বাড়তি কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে দিলারা চৌধুরী বলেন, ‘কারণ, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতৃত্ব এরই মধ্যে বিভিন্ন মামলায় দণ্ডিত হয়েছেন। এ রায় নতুন কিছু যোগ করবে তা আমার মনে হয় না।’

এই রাজনৈতিক পর্যবেক্ষক আরও বলেন, ‘বিএনপিতে তারেক রহমানের নেতৃত্ব নিয়ে তেমন কোনো চ্যালেঞ্জ তৈরি হবে না। যারা বিএনপির সাপোর্টার তারা তাকে সাপোর্ট করেই যাবে। যারা আওয়ামী লীগের সাপোর্টার তারা তাদের কথাই বলে যাবে।’

জাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন অধ্যাপক বলেন, ‘এই রায় থেকে আওয়ামী লীগ বাড়তি কোনো সুবিধা নিতে পারবে কিনা তা নির্ভর করবে আগামী দিনগুলোতে তাদের ভূমিকার ওপর। তারা যদি এ থেকে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে, তাহলে কিছুই বদলাবে না। কিন্তু তারা যদি এটা নিয়ে রাজনীতি না করে, তাহলে তাদের লাভ হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড