• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারের ইচ্ছার রায় হয়েছে : খন্দকার মাহবুব  

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৮, ২১:৩০
মাহবুব
ফাইল ছবি

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা এখন এমন দুর্ভাগ্য পর্যায়ে চলে গিয়েছি এখন আইনের চোখে কিছুই হয় না। সব কিছুতে সরকারের ইচ্ছার প্রতিফলন হয়। এ মামলাতেও তাই হয়েছে। সরকারের ইচ্ছার রায় হয়েছে। তবে উচ্চ আদালতে এ সাজা বহাল থাকবে না বলে মনে করেন জ্যেষ্ঠ এই আইনজীবী।

২১ আগস্ট গ্রেনেড হামলা একটি বর্বরোচিত ঘটনা উল্লেখ করে বুধবার (১০ অক্টোবর ) সংবাদ মাধ্যমকে তিনি এ প্রতিক্রিয়া জানান।

খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘আমরা আশা করেছিলাম যারা প্রকৃত দোষী তাদের উপযুক্ত সাজা হবে। জনগণ এ সরকারকে অভিনন্দন জানাবে। কিন্তু সেটি হয়নি। ২০০৪ সালের সেই ঘটনায় যখন চার্জশিট দাখিল হয় তখনও তারেক জিয়াসহ অনেকের নাম ছিল না। ২০০৮ সালে ৬১ জনের চূড়ান্ত সাক্ষীতেও তারেক জিয়ার নাম আসেনি। হঠাৎ করে আওয়ামী লীগ ক্ষ্মমতায় এসে ফের তদন্তের নামে এ মামলাটিকে বিতর্কিত করে। আওয়ামী লীগ মামলাটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেছে। তারেক রহমানসহ বিএনপি নেতাদের এ মামলায় জড়ান। এরপর যাদেরকে আওয়ামী লীগ এ মামলায় সাক্ষীর জন্য এনে স্বীকারোক্তি আদায় করেছে। তাদের প্রত্যেকের জবানবন্দি ছিল এমন... আমরা দেখেছি, শুনেছি। প্রত্যেকে শোনা কথা আদালতে এসে বলেছেন। সন্দেহের ভিত্তিতে কোনো সাক্ষ্যে আইনে গ্রহণযোগ্য নয়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড