• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘তারেকের ফাঁসি ও খালেদাকে বিচারের আওতায় আনার দাবি’ 

  নিজস্ব প্রতিবেদক

১০ অক্টোবর ২০১৮, ১৯:২৯
আওয়ামী লীগ
ধানমণ্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে আ.লীগ নেতারা

আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের ফাঁসি দাবি করা হয়েছে। সেই সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও বিচারের আওতায় আনার দাবি করেছেন।

২১ আগস্ট গ্রেনেড হামলার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় বুধবার (১০অক্টোবর) বিকালে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।

এ সময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এ রায়ে আমরাও খুশি হইনি, কিন্তু পুরোপুরিভাবে সন্তুষ্ট হতে পারি না। আদালতকে আমরা ধন্যবাদ জানাই। অন্তত একটা বিচার তো হয়েছে, বিএনপি আমলে গড়ে ওঠা বিচারহীনতার যে প্রবণতা ছিল সেটা তো হয়নি। তাই আদালতকে অবশ্যই ধন্যবাদ দিতেই পারি।’

সাধারণ সম্পাদক বলেন, ‘ওই মুহূর্তে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। বাবর ছিলেন প্রতিমন্ত্রী। যে মন্ত্রণালয়ের মন্ত্রী থাকে না সেই মন্ত্রণালয় থাকে প্রধানমন্ত্রীর অধিনে। তাই তাকেও বিচারের আওতায় আনতে হবে। তাই আমরা খালেদা জিয়ারও বিচার দাবি করছি।’

ওবায়দুল কাদের এ সময় যোগ করেন, ‘কিন্তু আমি সন্তুষ্ট হতাম যদি ২১ আগস্ট হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড, প্লানার বিকল্প পাওয়ার হাউজ হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানের সর্বোচ্চ শাস্তি হতো৷ আমরা এ মুহূর্তে তার ফাঁসি দাবি করছি। তারেক রহমানের শাস্তি দাবি করছি। কী নৃশংসতা! মুফতি হান্নান ওয়ান ছিক্সটিফোরের জবানবন্দিতে স্বীকার করেছিল, তারেক রহমানের অনুমতি নিয়েই অপারেশন শুরু হয়েছিল।’

রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কি না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা সরকারের ব্যাপার। আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি হিসেবে সরকারের কাছে উচ্চ আদালতে আপিল করার জন্য দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, আহমদ হোসেন, সংস্কৃতি সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপসহ অনেকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড