• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাম ঐক্য ফ্রন্ট’ : নতুন জোটের আত্মপ্রকাশ

  নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর ২০১৮, ২০:৩৪
নতুন জোট
ছবি : সংগৃহীত

চলমান ‘রাজনৈতিক সঙ্কট’ থেকে উত্তোরণের লক্ষ্যে ‘বাম ঐক্য ফ্রন্ট’ নামের একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশের ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এ জোটটি গঠনের ঘোষণা দেন। এ ঘোষণা দিয়েছেন- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি ও কমিউনিস্ট ইউনিয়ন- এই চারটি দলের একাংশের নেতারা।

জোটটি গঠনের সংবাদ সম্মেলনে সংগঠনের সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাসদ নেতা ও সংগঠনের সদস্য শওকত হোসেন আহমেদ, সমাজতান্ত্রিক দলের নেতা ও সদস্য সরওয়ার মোর্শদ এবং বাসদ নেতা ও সংগঠনের সদস্য মঈন উদ্দিন চৌধুরী লিটন উপস্থিত ছিলেন।

আত্মপ্রকাশের ঘোষণার সময় লিখিত বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘তিন মাসের জন্য প্রতি সংগঠন থেকে পর্যায়ক্রমে একজন জোটের সমন্বয়ক থাকবেন। এছাড়াও দুজন স্থায়ী সদস্য ও একজন বিকল্প সদস্যের সমন্বয়ে কেন্দ্রীয় পরিচালনা পরিষদ গঠিত হবে।’

‘বাম ঐক্য ফ্রন্ট’ নামক সংগঠনের মূল দাবি- আগামী একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিপ্লবী তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন বিপ্লবী সরকার গঠন করা। এই ব্যাপারে সংগঠনের পক্ষ থেকে আগামী ১৯ অক্টোবর রূপরেখা তুলে ধরা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড