• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা

খালেদা জিয়ার পরবর্তী শুনানি ৭ অক্টোবর

  অধিকার ডেস্ক    ০৪ অক্টোবর ২০১৮, ১৭:২৪

খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় পরবর্তী শুনানির দিন আগামী ৭ অক্টোবর।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি এম. ইনায়েতুর রহিমের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে এই মামলায় খালেদার জামিনের মেয়াদ ৮ অক্টোবর (সোমবার) পর্যন্ত বৃদ্ধি করেছেন আদালত।

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন। অপরদিকে আইনজীবী খুরশীদ আলম খান দুদকের পক্ষে শুনানি করেন।

এর আগে ১২ জুলাই মামলায় সাজার রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার করা আপিলের শুনানি শুরু হয়। ১৩ আগস্ট ১৫তম দিনের শুনানি নিয়ে আদালত ২ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন। এরপর বুধবার ও বৃহস্পতিবার শুনানি গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে খালেদা জিয়া পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড