• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

সরকারি কর্মকর্তাদের জন্য উপজেলায় বহুতল ভবন হবে : প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক    ২২ অক্টোবর ২০১৮, ১৮:৪০

শেখ হাসিনা
অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি :সংগৃহীত)

সরকারি কর্মকর্তাদের জন্য উপজেলা পর্যায়ে বহুতল ভবন নির্মাণে গণপূর্ত অধিদপ্তর একটি পরিকল্পনা প্রণয়ন করছে বলে জানান প্রধানমন্ত্রী।

এছাড়া অতিরিক্ত ৫ হাজার রোগীর চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ডিএমসিএইচ) আরেকটি ইউনিট চালুর পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তিনি।

সোমবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অ্যাম্বুলেন্স ও অন্যান্য যানবাহন বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ নাসিম ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩টি অ্যাম্বুলেন্স, ১০টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং ৯৮টি জিপ গাড়ির চাবি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী। এছাড়া তিনি স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের পরিসংখ্যানকারীদের জন্য ২০০ মোটরসাইকেলের চাবিও হস্তান্তর করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 'তাঁর সরকার জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর চেষ্টা করছে। বেসরকারি ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সহায়তা দেওয়ার পাশাপাশি বিদ্যমান হাসপাতালগুলোতে বেডের সংখ্যা বাড়ানো হয়েছে।'

রাষ্ট্রীয় সম্পত্তি বিবেচনা করে এই অ্যাম্বুলেন্সের যথাযথ রক্ষণাবেক্ষণের জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড