• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

  টাঙ্গাইল প্রতিনিধি

২১ অক্টোবর ২০১৮, ১৯:১৮
তারানা হালিম
সমাবেশে বক্তব্য দিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম (ফাইল ছবি)

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘বর্তমান সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। এ বছর শিক্ষাখাতে ৫৩ হাজার ৫ পাঁচ ৪ কোটি বাজেট বরাদ্দ হয়েছে, যা মোট বাজেটের ১২ শতাংশ। আওয়ামী লীগ সরকার শিক্ষকদের পাশে সবসময় ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

রবিবার (২১ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, ‘২০০৫-০৬ সালে আমাদের বাজেট ছিলো ৬১ হাজার ৫৭ কোটি, ২০১৮ সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ৪ লক্ষ ২৬৬ কোটি টাকা। অসচ্ছল ও প্রতিবন্ধী ভাতা দিয়েছে ৩ হাজার ২৬৭ কোটি টাকা, শিক্ষা উপবৃত্তি দিয়েছে ৪ হাজার ৬১৬ কোটি টাকা, প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি দিয়েছে ১০ বছরে ১ হাজার ১৭১ কোটি টাকা, এতিমদের দিয়েছে ৬৬৫ কোটি টাকা, বর্তমান সরকার ২০১৮ সালে ২ কোটি ৫০ লাখ ছাত্রছাত্রী মধ্যে ১০ কোটি ৭০ লাখ বই বিতরণ করেছে।’

জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জোয়াহেরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মনছুর আলী, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড