• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ : সিইসি নুরুল হুদা

  নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০১৮, ১২:১৯
কে এম নুরুল হুদা
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা (ফাইল ছবি)

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, ‘রাতভর ব্যালট পাহারা দেয়ার দিন শেষ। আস্তে আস্তে ইভিএম ব্যবহারের দিকে যেতে হবে নির্বাচন কমিশনকে। ভোটাররা নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে সেদিক বিবেচনা করে কাজ করতে হবে।’

রবিবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ইনস্টিটিউটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ এবং ইভিএম ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

জনগণের চাওয়া বুঝে কাজ করতে হবে উল্লেখ করে- নুরুল হুদা বলেন, ‘রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের কথায় কাজ করবে না ইসি। জনগণের চাওয়া বুঝে কাজ করবে ইসি। এ জন্য জনগণের চাওয়া বুঝে ইসির সব কর্মকর্তাকে কাজ করতে হবে। তবে সুষ্ঠু নির্বাচন করতে রাজনৈতিক দল ও ইসির মধ্যে দূরত্ব কমিয়ে ফেলতে হবে।’

প্রথমবারের মতো এ বছর পোলিং এজেন্টদের ট্রেনিং দেয়ার কথা ভাবছে নির্বাচন কমিশন- জানান তিনি। 

এ সময় ভোট কেন্দ্র ও জাল ভোট ঠেকাতে ইভিএমের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।  

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড