• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এই আইনের কোনো জায়গা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে নয় : ইনু

  নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৭
ইনু
ফাইল ছবি

গণমাধ্যম কিংবা গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন নয় উল্লেখ করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘এই আইনের কোনো জায়গায় গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে রাখিনি। এরপরও যদি কোনো আলোচনা থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা মন্ত্রণালয় আলোচনা করে দেখবে।’

সোমবার (১৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত ‘অর্থনীতিতে গ্রামীণ নারীর অবদান’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এ বিষয়ে সম্পাদক পরিষদের তথ্যে ঘাটতি রয়েছে এমন মন্তব্য করেন ইনু বলেন, ‘আমরা তাদের বলেছিলাম, তাদের যে উদ্বেগ উৎকণ্ঠাগুলো রয়েছে সেগুলো আমরা মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করব। কিন্তু মন্ত্রিসভার অমুক বৈঠকে উত্থাপন করা হবে এভাবে কিন্তু আলোচনা হয়নি। তবে আমরা দ্রুত উত্থাপন করব।’

তথ্যমন্ত্রী আরও বলেন, `আজকের মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি আলোচনা করেছেন, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, এই আইন হচ্ছে শিশুদের নিরাপত্তার জন্য, সাইবার অপরারীদের জন্য, হ্যাকারদের জন্য, ডিজিটাল সমাজের নিরাপত্তার জন্য।‘

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড