• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নারীর পারিবারিক শ্রমের আর্থিক স্বীকৃতি দিতে হবে 

  অধিকার ডেস্ক    ১৪ অক্টোবর ২০১৮, ২১:৫৬

নারীর কাজের স্বীকৃতি
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন

দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীর পারিবারিক শ্রমের আর্থিক স্বীকৃতি জরুরি হয়ে পড়েছে বলে দাবি করেন আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা।

রবিবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘এ বছর দেশে ৪০টিরও বেশি জেলায় এই দিবস উদযাপিত হবে। এর অংশ হিসেবে থাকছে র‌্যালি, সেমিনার, মানববন্ধন, মেলা আয়োজন ও গ্রামীণ নারীদের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সম্মাননা প্রদানসহ বিভিন্ন কর্মসূচি।’

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির সচিবালয় সমন্বয়কারী ফেরদৌস আরা রুমীর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন- জাতীয় কমিটির সভাপ্রধান শামীমা আক্তার। এছাড়া জাতীয় কমিটি সদস্য নাহিদ সুলতানা, গ্রাম বিকাশ সহায়ক সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা ফারুক রত্না, ডিজ্যাবল ওয়েলফেয়ার সোসাইটির নির্বাহী পরিচালক মার্জিনা আহমেদ, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সহসভানেত্রী রেহানা বেগম, সচেতন সমাজ সেবা হিজড়া সংঘের সভানেত্রী ইভান আহমেদ সংবাদ সম্মেলনে দিবসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।

শামীমা আক্তার তার মূল বক্তব্যে বলেন, গৃহস্থালীতে বাংলাদেশে পুরুষের তুলনায় নারীরা বেশি কাজ করেন। কোনো ধরনের স্বীকৃতি নেই— এরকম গৃহস্থালী কাজে একজন নারী প্রতিদনি গড়ে ৬ ঘণ্টারও বেশি এবং বিপরীতে একজন পুরুষ এ ধরনের কাজে সময় দেন মাত্র এক ঘণ্টা। অন্যদিকে, এসব কাজ অন্য কাউকে করতে বললে তার বিনিময়ে নারীরা কত পারিশ্রমিক পাবেন, সে হিসাব করলে তার আর্থিক মূল্য দাঁড়ায় জিডিপির ৮৭ দশমিক ২ শতাংশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড