• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

দেশের ৬টি রুটে বুলেট ট্রেন চলবে : রেলমন্ত্রী

  অধিকার ডেস্ক    ১২ অক্টোবর ২০১৮, ১৬:৫৪

বুলেট ট্রেন
ছবি : প্রতীকী

বিএনপি আমলের তারা রেলপথে ব্যর্থতার পরিচয় দিয়েছেন উল্লেখ করে রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, ‘বিএনপির আমলে রেলের বাজেট ছিল মাত্র ৫০০ কোটি টাকা। বর্তমানে তা ১৬০০ কোটি টাকা ছাড়িয়েছে। কিছুদিন পরে ৬টি রুটে বুলেট ট্রেন চলবে।’

শুক্রবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘উন্নয়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল সেক্টরে সফল নেতৃত্ব প্রদান করার জন্য অনেক পুরস্কার ও পদক পেয়েছেন। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তিনি প্রমাণ করেছেন তিনি সব পারেন।’

রেলমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে যারা তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, তাদেরকে শেখ হাসিনা প্রমাণ করে দেখিয়েছেন তিনি সব পারেন। দেশ তলাবিহীন নয়। অনুন্নত দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছেন তিনি।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিকল্পনা বিভাগের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) অধ্যাপক ড. শামসুল আলম বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের কারণ অত্যন্ত সুপরিকল্পিতভাবে কাজ করা। বর্তমান সরকারের পরিকল্পনা মাফিক কাজের কারণেই দেশ এতো উন্নত হচ্ছে।’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বাংলাদেশ এখন এশিয়ার সকল দেশকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে। হিউম্যান রিসোর্সে শীর্ষ র্যাংকিং এ স্থান করেছে। রেমিটেন্স, রেডিমেড গার্মেন্টস আমাদের উন্নয়নের অর্থের জোগান দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো নেতৃত্ব আছে বলেই তা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আহ্বায়ক অধ্যাপক ড. মীজানুর রহমান। উপস্থাপন করেন- অধ্যাপক মিল্টন বিশ্বাস। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কলামিস্ট উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড