• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘আন্তরিকতার সঙ্গে কাজ করলে টেকসই উন্নয়ন সময়ের ব্যাপার’ 

  অধিকার ডেস্ক    ১১ অক্টোবর ২০১৮, ১৭:৫৮

নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (ফাইল ছবি)

তৃণমূল হতেই উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে সুষম উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আন্তরিকতার সঙ্গে কাজ করলে টেকসই উন্নয়ন সময়ের ব্যাপার। যার যার অবস্থান থেকে অবদান রাখতে সচেষ্ট থাকুন। ভিশন-২০২১, ভিশন-২০৪১ বা বদ্বীপ পরিকল্পনার সুফল পাওয়া সহজতর হবে।’

বৃহস্পতিবার (১১ অক্টোবর) শরিয়তপুরের ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপকেন্দ্র স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, ‘সময়মত ঘরে ঘরে বিদ্যুৎ যাবে। উৎপাদন সন্তোষজনক, বিতরণ ও সঞ্চালনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ কর্মসংস্থানের সৃষ্টি করবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হবে। শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নিন, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শিক্ষিত ও সৃজনশীল মানুষের রাজনীতিতে অবদান রাখা উচিত। এদের দেখে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হবে। নতুন প্রজন্মকে আধুনিক ধ্যান ধারনায় গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড