• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

২১ আগস্ট গ্রেনেড হামলা

রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো : ইনু

  অধিকার ডেস্ক    ১০ অক্টোবর ২০১৮, ১৭:৪০

তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারের মধ্য দিয়ে এই ঘৃণ্য হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১০ অক্টোবর) রায়ের পর এক বিবৃতিতে এসব কথা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হাসানুল হক ইনু বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা হত্যা ছিল ইতিহাসের ঘৃণ্য সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এ হামলা হত্যাকাণ্ড পরিচালিত হয়েছিল।’

দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক শাহেদ নূর উদ্দিন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সঙ্গে এ মামলার আসামি ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড