• বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতিটি নাগরিককে থাকতে হবে মেয়রের ভূমিকায় : সাঈদ খোকন

  অধিকার ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:১৩
মেয়র সাঈদ খোকন
সংবাদ সম্মেলনে কথা বলছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন

প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকায় থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। তিনি বলেন, শহরকে পরিচ্ছন্ন রাখতে শুধু একজন মেয়রের পক্ষে এই বিশাল কার্যক্রম পরিচালনা সম্ভব নয়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা অভিযান সবচেয়ে বেশি মানুষের কোনো পরিচ্ছন্নতা কর্মসূচি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়া উপলক্ষে ডিএসসিসির ব্যাংক ফ্লোরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মেয়র এ কথা জানান। গত ১৩ এপ্রিল পালিত হওয়া ওই কর্মসূচির জন্য সোমবার (২৪ সেপ্টেম্বর) মিলেছে বিশ্বরেকর্ডের স্বীকৃতি।

ডিএসসিসি সর্বাধিক সংখ্যক মানুষ একই জায়গায় ঝাড়ু দেবার এই রেকর্ডটি আগে ভারতের বদোধরা শহরের দখলে ছিল। তাদের কর্মসূচিতে উপস্থিত ছিল ৫ হাজার ৫৮ জন। ওই রেকর্ড ভেঙে বর্তমানে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ডে’ বাংলাদেশ নতুন রেকর্ডের অধিকারী। রাজধানী ঢাকায় অংশগ্রহণ করে ৭ হাজার ২১ জন।

পরিচ্ছন্নতা বিষয়ে এ রেকর্ড করাই আমাদের উদ্দেশ্য ছিল না উল্লেখ করে ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা চেয়েছি, এমন কর্মসূচির মাধ্যমে শহরবাসী পরিচ্ছন্নতার বিষয়ে যেন সচেতন হন। আর এই রেকর্ডের মাধ্যেমে বিশ্ববাসী জেনেছে, এ দেশের মানুষ পরিচ্ছন্নতায় সচেতন জাতি।’

বিশ্ব রেকর্ড বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করে সাঈদ খোকন বলেন, ‘আমাদের এই অর্জন, সেই নেতার নামে উৎসর্গ করতে চাই, যে নেতার জন্ম না হলে আমরা এই দেশ, এই স্বাধীনতা পেতাম না।’

এই রেকর্ড গড়ার সম্মানে আমাদের পরিচ্ছন্নতা কার্যক্রম আরও ব্যাপকভাবে অব্যাহত থাকবে বলে জানান ডিএসসিসি মেয়র। তিনি আরও বলেন, ‘এই সম্মান তখনই অর্থবহ-কার্যকর হবে যখন এই শহরবাসীকে পরিপূর্ণ একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারব।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল ও সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড