• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

অঘোষিত বাস ধর্মঘট বন্ধ ঘোষণা, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

  অধিকার ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে চালকদের অঘোষিত বাস ধর্মঘট বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাভাবিক হচ্ছে যান চলাচল। ছেড়ে যাবে দূর পাল্লার বাস।

সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে স্থানীয়দের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে মহাখালী চালকেরা এ অঘোষিত বাস ধর্মঘটের ঘোষণা দেয়। তাদের এ সিদ্ধান্তে দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী।

শ্রমিক লাঞ্ছনার প্রতিবাদে এই কর্মসূচী নেওয়া হয়েছিল বলে জানিয়েছে বাস চালকরা।

সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। যাত্রার জন্য বাস না পেয়ে ফেরত গিয়েছেন অনেক যাত্রী।

উল্লেখ্য, সোমবার আনুমানিক রাত ১১টার দিকে মহাখালী টার্মিনালে এনা পরিবহনের একটি বাসের চালককে হর্ণ দেয়ার কারণে মারা হয়। লোকটি ছুটে পালাবার চেষ্টা করলে তাকে ধাওয়া দিয়ে ধরে মেরে রক্তাক্ত করা হয়। এই ঘটনার জেরে এলাকাবাসীর সাথে পরিবহণ শ্রমিকদের সংঘর্ষ বেধে গেলে এক পর্যায়ে শ্রমিকরা সড়ক অবরুদ্ধ করে রাখে। টাঙ্গাইল বাস স্টপেজ থেকে বনানী পর্যন্ত সৃষ্টি হয় তীব্র যানজট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড