• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মুক্তগদ্য

নূপুর

ফারহানা খানম

  সাহিত্য ডেস্ক

১৫ অক্টোবর ২০১৮, ১৭:৪৪
মুক্তগদ্য: নূপুর

অস্বীকার করবো না হুড়োহুড়িতে জানা হয়নি পরিচয়, ওতেই যতো বিপত্তি প্রতিদ্বন্দ্বী চিনিনি, পুরনো খেলায় নতুন করে হার, নতুন তালার চাবিটা তুলে দিয়েছি তার হাতেই, ওখানেই আমার মধ্যবিত্ত জীবনের সব অনুষঙ্গ সেতারটাও আটকে আছে সে ঘরেই ধুলোবালি মোড়া। সুর তুলবো সে অধিকার নেই, নূপুরজোড়া কাদাজল ছুঁয়ে তেমনিই আছে এখনো উজ্জ্বল অব্যয়। শুধু কোন কোন দুপুরে বেজে ওঠে মরচে ধরা গুপ্ত কুঠুরির নির্জনতা ছুঁয়ে আরাধ্য মুক্তির নেশায় ... নতুন খেলার ছক কেটে কেটে বিকেলটা কেটে গেলেও রাত নামতেই গ্লানিতে ছিন্নভিন্ন হতে থাকে চেতনা,মগ্নতা ভর করে মধ্যরাতেও রাগ ভৈরবী কানে বাজে; বিপুল উৎসাহে খুঁজি সময়ের চাবি চাঁদের আলোয় মুগ্ধতা ছুঁয়ে যায় আড়ালে হেসে কুটিকুটি হয় সে। নির্বাণেই সমাপ্তি টানি। ফিরে চলি। পথটা কাঁটা-ঝোপে ছাওয়া আর জলকাদা ভরা। গোড়ালি অব্ধি কাদা ঘুঙুর জড়িয়ে শাড়ি ছুঁই ছুঁই, গা বাঁচিয়ে হেঁটে যাই একসাথে আমি ও আমারা, খুব কাছে ছিল সে খেলাটা জমলোনা তালাবন্ধ ঘরের সবটা সত্ত্ব তুলে দিয়েছি আমিই, কি করার ছিল বলো? চিনতে পারিনি বিলেতি কাপড়ে জামদানির নকশার অভিপ্রায় ছিল ভুল এ দায় তো কারিগরেরই ।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড