• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কথোপকথন

শব্দনীল

  সাহিত্য ডেস্ক

১৪ অক্টোবর ২০১৮, ২২:৩২
কথোপকথন

- রাগ!

- না আবীর। ওটা আমার সাথে যায় না।

- তাহলে অভিমান।

- (হালকা মুচকি হেসে) প্রতারকের সাথে অভিমান করে কি পোষায়?

- কি বলো সত্য!

- তোমার সকালে দেওয়া শিউলি, বিকালে আর ঘ্রাণ দেয় না।

- কিন্তু আমি!

- বিশ্বাস করো সব শুভঙ্করের ফাঁকি মনে হয়। স্পর্শের তো একটা বন্ধন আছে। অস্তিত্বে নয় বরং অদৃশ্যে যার উপস্থিতি সর্বাধিক।

- কি যাতা বলছো!

- আচ্ছা, ভালোবাসা কেন সমুদ্রের ঢেউয়ের মতো হয় না অথবা তোমার কপালের ভাঁজের মতো। ( হাত ধরে) বলতে পারো ঢেউ তো ছোট-বড় থাকে। কপালের ভাঁজও। তবুও তো তার শেষ নাই কিন্তু তোমার?

- হা-হা-হা।

- হাসছো তুমি!

- মরুভূমি চেনো। রুক্ষতা। বেদুইনের চোখে রুক্ষতার মাঝে এক ছটাক ছায়া কতটা তৃপ্তিদায়ক তা না দেখলে তুমি বুঝবা না। যদিও আমি অতটা না।

- আমার এসব ভালোলাগে না আবীর।

- সত্য, সংসার কাউকে ভালো থাকতে দেয় না। এখানে চ-বর্গীও উৎসব চলে। যখন যাকে খুশি তাকে। - আমি তো তোমাকে ভালোবাসি!

- (সত্যের কপালে আসা চুলগুলো আঙুল দিয়ে সরাতে সরাতে) প্রতারক কখনো নোনা কাজলের ভাষা বুঝতে পারে না।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড