• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

কবিতা

দেদারসে বাঁচো

শরীফ আবদুল্লাহ

  অধিকার ডেস্ক    ১৩ অক্টোবর ২০১৮, ১১:৫০

অনেকদিন একসাথে আনন্দে বাঁচো পুরোপুরি বাঁচার মতো করে যে শহরে প্রেম নেই প্রেম দিয়ে বাঁচো চুপচাপ আলিঙ্গনে ছাতিম তলে, অথবা রঙিন ছাতায় দুই হাত স্পর্শ করে বাঁচো। একই ফ্ল্যাটে; একটি রিমোটে বারবার স্পর্শ করে একই আয়নায় একসাথে দাঁড়িয়ে একই চিরুনি তালু ছুঁয়িয়ে; বাহুতে বাহু, একটি সাবানে গা ঘেঁষে বাঁচো। নির্মলেন্দু গুণ যেভাবে বলেছেন- বাঁচো, বাঁচো, এবং বাঁচো। বৃষ্টির ফোঁটা যেখানে ভেজায়নি তার উপর খালি পায়ে বাঁচো ধানক্ষেতের সবুজ নিয়ে, করমচার চুকো নিয়ে দারচিনির ধাঁচ নিয়ে বাঁচো; বকুলের মালা দিয়ে; চুপচাপ অনেক বেশি, অনেক অনেকের চেয়ে বেশি। কখনোসখনো ঘাড়ে মাথা দিয়ে, নাকে নাক; চুলের গন্ধ নিয়ে, আঙুলে আঙুল কখনোসখনো চাপকলের পানি হয়ে, ঝর্ণার উৎস হয়ে আলমারির চাবি হয়ে; প্রবীণ হয়ে- পুরনো চাদরে শীতকালের কুয়াশায় বাঁচো। দেদারসে বাঁচো সামাজিক আদিখ্যেতা ভুলে মহাসড়কে চুমো খেয়ে। দেদারসে বাঁচো, পাহাড়ে ভ্রমণ করে জঙ্গলে তাবু গেড়ে কার্তিকের সন্ধ্যায়। সমুদ্র নয়; প্রাণে প্রজাপতি নিয়ে এক আকাশ তারা হয়ে বুক ভরা ভালোবাসায় বাঁচো, দেদারসে বাঁচো; যে বাঁচায় রঙ্গণ ফুলের মধু হয়ে থাকা যায়; যে বাঁচায় মেঘ হয় মানুষ। যদি মেনে নাও তুমি অনিশ্চিত মৃত্যুর জন্যে জন্মেছ, তবে বাঁচো। যদি মেনে নাও তুমি অসভ্য প্রকৃতি হয়ে জন্মেছ, তবে বাঁচো। যদি আরো কিছু চাও তবে বাঁচো অস্থির উদ্যমতায় আরো কিছুটা মানবিক হয়ে, শিশুর হাসির মতো নিষ্পাপ বেলকোনির নীলকণ্ঠ হয়ে। বাঁচো পাখির কলরব হয়ে, সূর্য সেন হয়ে, রিক্সার বাতাসের মতো। বাঁচতে শিখে ভুলে যাও মৃত্যুকে আলিঙ্গন করতেই কেবল আমার জন্ম হয়েছে ভুলে যাও তোমার কথাও কেউ কোনদিন মনে রাখেনি।

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড