• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

তাজমহলে প্রবেশের খরচ বাড়ল ৪ গুণ

  প্রসেনজিৎ দাস, ভারত প্রতিনিধি

৩০ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৯
তাজমহল

এক লাফে চার গুণ বেড়ে গেল ভারতের পর্যটনের অন্যতম আকর্ষণ তাজমহলে ঢোকার টিকিটের দাম। বেশ কিছুদিন ধরেই ধাপে ধাপে বাড়ছিল তাজমহলের ভাড়া। তবে এবারের মতো এতটা ভাড়া বৃদ্ধি আগে হয়নি।

বর্তমানে দেশি পর্যটকদের তাজমহলে প্রবেশে লাগে ৫০ টাকা। সার্কভুক্ত দেশগুলোর পর্যটকদের লাগে ৫৪০ টাকা। অন্যান্য বিদেশি পর্যটকদের জন্য লাগে ১,১০০ টাকা। এখন ন্যূনতম সেই ভাড়ার অঙ্ক চার গুণ বেড়ে গিয়ে দাঁড়াবে ২০০ টাকায়।

আগামী ৪৫ দিনের মধ্যে এই নতুন ভাড়া কার্যকরী হবে বলে আর্কিওলজিক্যাল দপ্তরের তরফে জানানো হয়েছে।

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রাজীব তিওয়ারি।

তিনি বলেন, ‘আগের থেকে তাজমহলের ভাড়া এখন অনেকটাই বেশি। কয়েক মাস আগেও ভাড়া বাড়ানো হয়েছিল। এই ধরনের মূল্যবৃদ্ধি মেনে নেওয়া যায় না। কেন কোনো সঠিক পরিকল্পনা নেওয়া হয় না?’

দেশ কিংবা বিদেশ, পর্যটন কিংবা অবকাশ, আকাশ কিংবা জল, পাহাড় কিংবা সমতল ঘুরে আসার অভিজ্ঞতা অথবা পরিকল্পনা আমাদের জানাতে ইমেইল করুন- [email protected]
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড